হলিউড এই অভিনেত্রীকে প্রতিরক্ষা বাহিনীতে যোগ দিতে হয়েছিল। কোন দেশের এই অভিনেত্রী!
নিউজ ডেস্কঃ হলিউডে জায়গা করে নিয়েছেন এমন ইসরায়েলি অভিনেত্রীর সংখ্যা প্রচুর। তবে বেশ কিছু নাম রয়েছে যাদের একাধিক ছবি মানুষের মনে জায়গা করে নিয়েছে। গাল গ্যাবোট। নামটা শুনলেই সবার আগে মাথায় আসে ব্যাটম্যান থেকে শুরু করে সুপারম্যান ছবির কথা। শুধু তাই নয় জাস্টিস লিগ, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস এর মতো হিট ছবিতে দেখা গেছে এই ইসরায়েলই অভিনেত্রীকে।অভিনয়ের পাশাপাশি মডেল ও বটে তিনি একজন।
একজন অভিনেত্রী হিসেবে গ্যাবোট গিসেল ইয়াসার চরিত্রে ফাস্ট এন্ড ফিউরিয়াস চলচ্চিত্র সিরিজে অভিনয়ের মাধ্যমে অধিক পরিচিত লাভ করেন। গাদোত ওয়ান্ডার ওম্যান ভূমিকায় ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস , ওয়ান্ডার ওম্যান এবং জাস্টিস লিগ চলচ্চিত্রে অভিনয় করে বেশ প্রশংসা লাভ করেন।
২০১৩-তে তিনি ইসরায়েলি অভিনেত্রীদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী হিসেবে দ্বিতীয় হন।
মাত্র ২০ বছর বয়েসে গ্যাবোট ইসরাইল প্রতিরক্ষা বাহিনীতে দুই বছর ছিলেন। কাজের দক্ষতার জন্য তিনি সেখানে কম্বোট প্রশিক্ষক ছিলেন।
২৮ সেপ্টেম্বর,২০০৮ সালে গ্যাবোট ইসরায়েলী আবাসন ব্যবসায়ী ইয়ারোন ভারসানোকে বিয়ে করেন। ২০১১-এ এই দম্পতির একটি কন্যা সন্তান জন্ম নেয়।