ফটোগ্যালারি

থর অভিনেত্রী ন্যাটালি পোর্টম্যানের ফটোশ্যুট। রইল ফটোগ্যালারি

নিউজ ডেস্কঃ থর। ছবিটির নাম শুনেই বুঝতে পারছেন যে সুপার ম্যান এর মতো একটি চরিত্র। আর এরকম ছবি দেখতে ভালোবাসে মানুষদের অন্যতম প্রিয় চরিত্র হল এই থর বা ক্রিশ হেমসওয়ার্থ। আর তাঁর সাথে যার কথা না বললেই নয় সে হলেন নাটালিয়া পোর্টম্যান।

ইসরায়েলী-মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী। সমসাময়িক অভিনেত্রীদের মধ্যে তাকে অন্যতম শ্রেষ্ঠ প্রতিভাবান বলে ধরে নেওয়া হয়। ১৯৯০-এর দশকেই মডেল হিসেবে মিডিয়ায় আসতে শুরু করেন। ১৯৯৪ সালে স্বাধীন চলচ্চিত্র লেওঁ-তে অভিনয় করার মাধ্যমে সিনেমা ক্যারিয়ার শুরু করেন। সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করে স্টার ওয়ার্‌স ত্রয়ী-তে পাদমে আমিদালা চরিত্রে অভিনয় করার জন্য। ২০১১ সালে তিনি ব্লাক সোয়ান ছবিতে অভিনয় করার জন্য গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড, অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পান।

ন্যাটালি পোর্টম্যান মাত্র ৪ বছর বয়সেই নিত্য শেখা শুরু করেন। ছোটবেলা থেকেই তার অভিনয়ের প্রতি প্রবল আগ্রহ ছিল। একদিন এক মিডিয়া ব্যক্তিত্ব তাকে শিশু মডেল শিল্পী হিসেবে তার সাথে কাজ করতে বললে তিনি তা প্রত্যাখ্যান করেন।কারণ তিনি স্বপ্ন দেখতেন একজন বড় অভিনেত্রী হতে।। কিন্তু ন্যাটালি পোর্টম্যান এর অভিনয় জীবন মুলত শুরু হয় ১৯৯৪ সালে ‘ লিওনঃ দ্যা প্রফেশনাল ‘ ছবির মাধ্যমে।

View this post on Instagram

#mood #yourhighness

A post shared by Natalie Portman (@natalieportman) on

View this post on Instagram

Then vs now ➡️

A post shared by Natalie Portman (@natalieportman) on

View this post on Instagram

Staying at home, before I had kids #fbf

A post shared by Natalie Portman (@natalieportman) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *