সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মন্টু পাইলট অভিনেত্রী অলিভিয়ার ফটোশ্যুট
এ এন নিউজ ডেস্কঃ সিরিয়াল জগত থেকে উঠে এসে সিনেমা করেছেন এমন নাম বহু আছে আজকের দিনে। বিশেষ করে আবার ওয়েব সিরিজের ক্ষেত্রে। কারন ওয়েব প্ল্যাটফর্ম আসার পর সিনেমা জগতের পরিধি অনেকটা বড় হয়েছে।
অলিভিয়া সরকার। বাংলা সিরিয়াল জগতের এখন অন্যতম সেরা নাম। শুরুটা হয়েছিল সিনেমা দিয়েই তবে খুবই ছোটবেলা থেকে। ২০১৩ তে প্রথম কাজ “দুই পৃথিবী”। এরপর একাধিক সিরিয়ালে প্রধান চরিত্রে দেখাগেছে অলিভিয়াকে। বিশেষ করে “বোঝেনা সে বোঝেনা”, “মিলন তিথি”, “সীমা রেখা” জয়ীর মতো সিরিয়ালে প্রধান চরিত্রে পাওয়া গেছে তাঁকে। সম্প্রতি ওয়েব সিরিজ মন্টু পাইলটে কাজ করেছেন তিনি।
তাঁর প্রথম ছবি “আর্চি” তবে চলচ্চিত্র জগতে আছেন অনেক ছোট বয়েস থেকেই, সাত বছরের উপর কাজ করছেন। মডেলিং সেভাবে পছন্দ করেন না। তবে ইমোশান নিয়ে খেলতে ভালবাসে বলে জানান তিনি। জিমে বেশ ভালোই কসরত করে থাকে অলিভিয়া। কারন মাঝেমধ্যেই তাঁর ওয়ার্ক আউটের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকে। সিনেমার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ একটিভ এই টলি তারকা।