করোনা থেকে মুক্তি পেল এই দেশ। একজনের ও মৃত্যু হয়নি
নিউজ ডেস্কঃ গোটা পৃথিবী কেমন যেন থমকে গেছে। হাতে গোনা কয়েকটি দেশ নয় জাতিপুঞ্জের সবকটি দেশ কমবেশি লক ডাউন ঘোষণা করেছে। ১৯৪ টা দেশ নয়, ২০০ টির উপর দেশ এখন এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।করোনা আতঙ্ক। করোনা ভাইরাসে জুবুথুবু গোটা পৃথিবী।ক্যুয়ারেন্টাইনে রয়েছে প্রচুর মানুষ।
এরই মধ্যে গ্রিনল্যান্ড করোনা আতঙ্ক থেকে রেহাই পেল। মাত্র ৫৬ হাজার লোকের বাস এই দেশে। কিছুদিন আগেই প্রথম করোনা রোগীর সন্ধান মেলে এই গ্রিনল্যান্ডে। প্রথমে তিন জন এবং পরে সেটা বেড়ে ১১ জন হলেও, একজনের ও মৃত্যু সংবাদ পাওয়া যায়নি। বর্তমানে সেখানে কোনও করোনা রোগী এই মুহূর্তে নেই বলে খবর আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যমের। ১৬ মার্চ প্রথম করোনা রোগীর সন্ধান মেলে। তবে এপ্রিল মাসের ১২ তারিখের পর এখনও কোনও সন্ধান সেভাবে পাওয়া যায়নি।