অফবিট

সংবাদমাধ্যমের ভুমিকা বোঝাতে নতুন এক প্রয়াস সল্টলেক মিডিয়া সায়েন্স ওপেন ফোরামের

এ এন নিউজ ডেস্কঃ গণমাধ্যম থেকে শুর করে সংবাদমাধ্যম। একাধিক নিয়ম থেকে শুরু করে একাধিক নিয়ম পরিবর্তনে সহায়তা করে। শব্দটি হয়ত অনেকের বোধগম্য হলনা। খুলে বলা যাক।

আমাদের সামাজিক জীবনে একাধিক জটিলতার সৃষ্টি হয়। বিশেষ করে রাজনৈতিক প্রেক্ষাপটে। এবং সেখানে এক বিরাট ভুমিকা নেয় এই মাধ্যম। বিশেষ করে সংবাদমাধ্যম। কারন এক বিখ্যাত লেখকের মতে কলমের ধার ধারালো চাকুর থেকে বেশি। অর্থাৎ বুঝতেই পারছেন যে সংবাদমাধ্যমের ভূমিকাটা ঠিক কত আমাদের বাস্তবিক জীবনে। যেকোনো সরকার গড়ার ক্ষেত্রে বা যেকোনো ধরণের দুর্নীতি সকলের সামনে আনতে এজ বিরাট ভুমিকা পালন করে সংবাদমাধ্যম।

আর এই সংবাদমাধ্যম আমাদের জন সমাজের উপর কি ক্রিয়া বা প্রতিক্রিয়া তৈরি করে তা নিয়েই এক সেমিনার হয়ে গেল সল্টলেকে। যেখানে উপস্থিত ছিলেন রুদ্রনিল ঘোষ, বাদশা মৈত্র, শুভ্রাপ্রসন্ন ভট্টাচার্য এর মতো একাধিক ব্যাক্তিত্ত্ব।

“টেকনো মেন সল্টলেকের মিডিয়ার ছাত্রছাত্রীদের প্রধান উদ্দেশ্য ছিল যে সংবাদমাধ্যম আমাদের সমাজের উপর কি প্রভাব ফেলছে সেটিকেই তুলে ধরা”- এমনটাই জানিয়েছেন সেখানকার উপস্থাপক শ্রে বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *