রামের বানে মৃত্যু হয়নি রাবনের। তাহলে!
ওয়েব ডেস্কঃ মাটি থেকে ১০,০০০ ফুট উঁচু এক গুহায় নাকি রাবন বেঁচে ছিলেন। অর্থাৎ রাবনের মৃত্যু রামের হাতে হওয়ার পরও নাকি তিনি বেঁচে ছিলেন।
দশেরার দিন শ্রী রামচন্দ্র রাবনকে বধ করেছিলেন। তারপর দেহ কি করা হল? তা অনেকরই অজানা। শ্রী রামচন্দ্রের মৃত্যুর পর বিভীষণকে তাঁর দেহ দেওয়া হয়েছিল। তবে সেই দেহ নিয়ে কি করেছিলেন তিনি?
রামায়ন ইন্টারন্যাশনাল টিম যা শ্রীলঙ্কায় অবস্থিত। তাদের মতে তারা এমন কিছু জায়গা খুঁজে পেয়েছেন যা নাকি রামায়ন কাহিনীর সাথে যুক্ত আছে।