লাইফস্টাইল

কিডনি পক্ষেও ভীষণ ক্ষতিকারক। প্রস্রাব চেপে ধরার অভ্যাসটি ত্যাগ করুন

নিউজ ডেস্কঃ অনেকে অলসতার কারনে আবার অনেকের হাতে সময়ের অভাবে প্রস্রাব চেপে ধরে রাখে।এই কাজটি করা শরীরের পক্ষে কতটা ক্ষতিকারক জানেন? না জানলে জেনে নিন।কারন এই বিষয়ে সতর্ক হওয়াটা অত্যন্ত জরুরী।কারন এই কাজটি করলে এর থেকে শরীরে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয় যা আমাদের পক্ষে ক্ষতিকারক। তাই প্রস্রাব চেপে ধরার অভ্যাসটি ত্যাগ করুন আর জেনে নিন এর ফলে কি কি হতে পারে।

) প্রস্রাব চেপে রাখলে এতে প্রস্রাব করার সময় প্রচণ্ড ব্যথা হতে পারেন৷

২)  প্রস্রাব চেপে রাখা কিডনি পক্ষেও ভীষণ ক্ষতিকারক। কারন এতে কিডনির উপর চাপ পরে যার ফলে কিডনির ক্ষতিগ্রস্ত সম্ভাবনা বৃদ্ধি পায়৷

) মূত্রনালীতে সমস্যা দেখা দিতে পারে।

) প্রস্রাব চেপে রাখলে এর থেকে ব্লাডার ফেটে যাওয়ার আশঙ্কা থাকে।কারন একজন পূর্ণবয়স্ক মানুষের ব্লাডার দুটি কাপের পরিমানে মতো মূত্র ধারণ করতে পারে।তাই ব্লাডার ভরতি হয়ে গেলে  আমাদের মস্তিষ্কে সিগন্যাল যায় যে  ব্লাডার খালি করার।আর এই সিগন্যাল উপেক্ষা করলে তার থেকে ব্লাডারের সিলিন্ড্রিক্যাল স্ফিঙ্কটার খুব শক্ত হয়ে বন্ধ হয়ে থাকে যার ফলে কোন তরল বের হতে না পারে। আর এর থেকেই  ব্লাডার ফেটে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়। এই জন্য প্রস্রাব চেপে রাখা একদমই উচিত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *