প্লেনের জানালা গোল হওয়ার পেছনে কি কারন রয়েছে?
নিউজ ডেস্ক – বিদেশ ভ্রমণ করার জন্য কিংবা সমুদ্র তেরো নদী অল্পসময়ের মধ্যেই পারাপার করার জন্য বিজ্ঞানের নতুন টেকনোলজি বহুদিন আগে আবিষ্কৃত হয়েছিল। যার নাম প্লেন বা উড়োজাহাজ। গোটা পৃথিবীতে কমবেশি অধিকাংশ মানুষই প্লেনে চলেছেন। পাশাপাশি এয়ারলাইন্সের একাধিক নম্র সুবিধা উপভোগ করেছেন যাত্রীরা। তবে বহুবার প্লেন ব্যবহার করা সহ এক দেশ থেকে অন্য দেশে পাড়ি দিলেও খুব কম মানুষই রয়েছেন যাদের মনে এই প্রশ্ন উঠে এসেছে যে প্লেনের জানালা গোলাকৃতি হয় কেন? চৌকো হলে কি এমন ক্ষতি হতো। তাহলে একটু খোলসা করে বলা যাক।
যখন প্লেন বলে কোন বস্তু বা যানবাহন তৈরি হয়েছিল তখন প্রত্যেকটি প্লেনের জানলা বাড়ির জানালার মতো চৌকাক্তির ছিল। কিন্তু প্রাথমিক দিকে সব ঠিক থাকলেও পরবর্তীতে দেখা দেয় সমস্যা। জানা যায় প্লেনের জানালার চৌকৃতির হওয়ার কারণে দুটি প্লেন পাশাপাশি যাওয়ার সময় সংঘর্ষের কারণে মাটিতে পড়ে যাচ্ছে। মূলত এই সমস্যার সমাধান করতে একাধিক রিসার্চ করেছে বহু বিজ্ঞানীরা। এই গবেষণার পর মূলত হাতে আসলো একটি সহজ উপায়। প্লেনের জানালার কাচের আকৃতি যদি গোলাকৃতি বা ডিম্বাকৃতি করা হয়। তাহলে প্লেনের ভিতর যে চাপ সৃষ্টি হবে ও প্লেনের বাইরে যে আবহাওয়ার চাপ থাকে সেটি সামঞ্জস্যপূর্ণ হয়। অর্থাৎ প্লেনের ভিতর উষ্ণ আবহাওয়া কাচের চারিদিকে ছড়িয়ে পড়ে। যার কারণে প্লেন দুর্ঘটনা হওয়ার ঝুঁকি অনেকাংশে কম।