এই দেশে যুদ্ধ দাঙ্গা লেগেই থাকে। কসোভা দেশের অবাক করা কিছু বিষয়
ডিজিটাল ডেস্ক: ইউরোপের সবথেকে নবীনতম দেশ কোন টি জানেন? কসোভো। যে দেশ 2008 সালে সার্বিয়া থেকে স্বাধীনতা অর্জন করে। কসোভো সরকারী নাম রিপাবলিক অফ কসোভো। আয়তনের দিক থেকে কসোভো পৃথিবীর সব থেকে ছোট দেশ গুলির মধ্যে একটি ।
কসোভো দেশ সম্পর্কে কিছু অজানা তথ্য:
1. এখানকার 96 শতাংশ মানুষই মুসলিম ধর্মালম্বী এবং বাকি মানুষ কসাই ধর্মের অনুসারী।
2. এখানকার মুসলমান মেয়েরা অন্য সকল মুসলমান দেশের মেয়েদের থেকে বেশি স্বাধীন হয়ে থাকে।
3. এখানকার মেয়েরা ছেলেদের থেকে বেশি এগিয়ে । এখানকার মুসলিম মেয়েরা অনেক স্মার্ট হয়ে থাকে।
4. এখানকার শিক্ষাব্যবস্থা ইউরোপের অন্য সকল দেশ থেকে পিছিয়ে থাকলেও বর্তমানে এর উন্নতি ঘটছে।
5. এখানকার বেশিরভাগ লোক আলবেনিয়ান হওয়ায় তারা আলবেনিয়ান ভাষায় কথা বলে থাকেন। । এছাড়াও সার্বিয়ান ভাষায় অনেকে কথা বলে থাকে।
6. এমন একটি দেশ যেখানে যুদ্ধ দাঙ্গা লেগেই থাকে যার দরুন এখানে পর্যটকরা খুব কম ঘুরতে আসেন।
7. ঐতিহাসিক দিক থেকে কসোভো রেড ওয়াইনের জন্য বিখ্যাত এখানে ভীষণ মাত্রায় রেড ও সাদা ওয়াইন তৈরি হয়।
8. কসোভোর রাজধানী ও বৃহত্তম শহর হল প্রিস্টিনা। এই শহর হল এখানকার অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র।একই সাথে এটি মূল যোগাযোগ ব্যবস্থার কেন্দ্রস্থল।
10. এই দেশের পতাকার মধ্যে অঙ্কিত 6 টি তারা সেখানকার আলবেনিয়ান, সার্বীয়, তুর্কি, গোরানি, রোমানি এবং বস্নিয়ান জনগোষ্ঠীর প্রতীক।
11. দেশটির জনসংখ্যার অর্ধেক 25 বছরের কম বয়সী। এই দেশের গড় আয়ু ইউরোপের অন্যান্য দেশ থেকে অনেক কম।
12. ইউরোপের মুসলিমবিদ্বেষী দের হাত থেকে কসোভোরা তাদের ইসলাম কে টিকিয়ে রেখেছে। সর্বশেষ 90 দশকে হানাদার সার্ব বাহিনী বহু মুসলিমদের হত্যা করেছিল ।