হোটেলের রুমে গোপন ক্যামেরা দ্বারা সব কিছু লাইভ। তবুও ভীর উপছে পড়ছে
নিউজ ডেস্ক – এটি কম বেশী সকলেরই জানা যে কোন হোটেলে অতিথিরা বা দর্শনার্থীরা থাকতে গেলে সেখানে কোনো রকম ক্যামেরা রাখা বেআইনি। হোটেলের বাইরে ক্যামেরা থাকলেও কারো ব্যক্তিগত রুমে ক্যামেরা রাখা একদমই নিষিদ্ধ আইন মতে। তবে এমন এক হোটেল রয়েছে যেখানে হিডেন ক্যামেরা থাকা সত্ত্বেও এই বিষয়টির ব্যাপারে অবগত থেকেও অতিথিরা এই রুমে থাকার জন্য আবেদন জানায়। আশ্চর্য ব্যাপার সকলের ব্যাক্তিগত ব্যাপার প্রকাশ্যে চলে যাওয়ার পরেও কি করে রাজি হয় তারা এখানে থাকতে! অন্যদিকে আবার অন্যান্য রুমে তুলনায় এই রুমের ভাড়া বেজায় কম। এমনই একটি হিডেন ক্যামেরাওয়ালা রুম পাওয়া যায় জাপানের ফুকুওকার আশাহি রিওকানে। এই হোটেলের ৮ নম্বর রুমটিতে মাদুর, টিভি, একটি টেবিল ও একটি ক্যামেরা লাগানো রয়েছে যেটি টিভি অথবা ইউটিউবে লাইভ স্ট্রিমিং দেখা যায়। আর জাপানি মুদ্রার হিসেবে এর মূল্য ১০০ ইয়েন যার ভারতীয় কারেন্সিতে হিসাব করলে দেখা যাবে ৬৬ টাকা।
তবে এমন অদ্ভুত রুমের পেছনে রয়েছে একটি মজাদার বিষয়। জানা যায় এই হোটেলের মালিক তার ঠাকুরমার কাছ থেকে এই হোটেলটি নিয়েছিলেন। তবে হোটেলের ব্যবসা খুব ভালো না যাওয়া এবং হোটেলটি বহু পুরনো হওয়ায় সিটি প্রতিপত্তিও হারিয়ে যায়। কিন্তু সেই সময় ওই ৮ নম্বার রুমে থাকতে এসেছিলেন এক ব্রিটিশ ইউটিউবার। তিনি তার পুরো যাত্রার লাইভ স্ট্রিম করছিলেন সেই আইডিয়া দেখেই বর্তমানে হোটেল মালিকিন ২৭ বছরের তিৎসুয়ার মাথাতেও নিজের হোটেলকে প্রচার করতে এবং তার পপুলারিটি বাড়াতে এর থেকে আর কোন ভালো আইডিয়া পাননি। তাই ব্রিটিশ ইউটিউবারের মত অনুসরণ করেই ওই হোটেলের একটি রুমে ক্যামেরা লাগিয়ে রাখে। তবে এটি কোন অতিথিদের অজ্ঞাত নয়। সকলেই জানে এই বিষয়ে।
হোটেলের ৮ নম্বর রুমে কোন অতিথিরা থাকতে আসলে তাদের আশা থেকে যাওয়া পর্যন্ত সবকিছুই লাইভ ভিডিও হয়। তবে একমাত্র বাথরুমে ক্যামেরা লাগানো থাকে না। কারণ সেটি কোন মহিলা বা পুরুষের ক্ষেত্রে একান্তই মুহুর্ত। তবে এই রুমের লাইট অফ করলেও কোনো বাধা-নিষেধ নেই। তবে এই কক্ষে থাকাকালীন কোন ব্যক্তি যদি কারও সঙ্গে ফোনে কথা বলেন তবে সেই কথাটিকে হাইড করা হয়। নতুবা সকল পুঙ্খানুপুঙ্খ জিনিস লাইভ ভিডিও ইউটিউবে টেলিকাস্ট হয়। হোটেল মালিকের অভিনব বুদ্ধিতে যেমন একদিকে হোটেলের প্রচলন বেড়েছে, অতিথিদের আগমন বেড়েছে তেমনি এক রোমাঞ্চকর অভিজ্ঞতা উপভোগের জন্য অনেকে প্রতিদিন ছুটি আসে এই হোটেলের রোমাঞ্চকর মুহূর্ত উপভোগ করতে।