এশিয়ার বৃহত্তম যৌনপল্লী ভারতবর্ষের কোথায় রয়েছে?
নিউজ ডেস্ক – এশিয়ার বৃহত্তম যৌনপল্লী রয়েছে ভারতে। আর তার নির্দিষ্ট স্থান হচ্ছে কলকাতায়। শুনলে অবাকই হওয়ারই কথা যে আমাদের কলকাতার বুকেই পৃথিবীর বিখ্যাত যৌনপল্লী রয়েছে যেখানে যৌনকর্মী সংখ্যা প্রায় ১৪ হাজার। এই যৌনপল্লী অথবা নিষিদ্ধ পল্লীটির নাম হলো সোনাগাছি। প্রবীণ থেকে নবীন সকলেই এক নামে চেনে জায়গাটিকে। আজ পৃথিবী বিখ্যাত হওয়ার পেছনে সিংহভাগ অবদান রয়েছে একমাত্র পুরুষ জাতির। অথচ ঘৃণ্য চোখে দেখা হয় যৌনপল্লীর কর্মীদেরকে।
যৌনকর্মীদের জীবন বিশ্লেষণ করলে জানা যায় কোন নারী ইচ্ছাকৃতভাবে এই দেহ ব্যবসার সঙ্গে যুক্ত হন না। কারণ কেউই নিজের পবিত্রতা খোয়াতে পছন্দ করেন না। কিন্তু প্রতারণার শিকার হয়ে অথবা পেটের দায়ে নিজেকে অন্যের হাতে তুলে দিতে বাধ্য হন যৌনকর্মীরা। বর্তমানে পৃথিবী বিখ্যাত নিষিদ্ধপল্লি সোনাগাছিতে রয়েছে প্রায় ১৪ হাজার কর্মী। যৌনপল্লীটি পৃথিবী বিখ্যাত হলেও এখানে যৌনকর্মীদের পেট চালাতে হয় খুব অল্প মূল্যেই। মাত্র ১২৪ টাকার বিনিময় নিত্যদিনে অন্য পর পুরুষের কাছে নিজেকে বিলিয়ে দেন পতিতারা। ব্রিটিশ সাম্রাজ্য থেকেই চলে আসছে এই নিষিদ্ধ পল্লীর ব্যবসা। ইতিহাসের পাতা উল্টালে দেখা যাবে ব্রিটিশ সাম্রাজ্য দেশে আধিপত্য বিস্তার করার সময় কালে নিজেদের দেহের ক্ষুধা মেটানোর জন্য অল্প বয়সী মেয়েদের নিয়ে রাতের পর রাত কাটাতেন। আজ তাদের জন্যই একটি আলাদা কুঠি বানানো হয়। সেই কুঠির প্রথমে নাম দেওয়া হয়েছিল নীলকুঠি পরবর্তীতে কালের পরিবর্তনে তার নাম চলে আসছে যৌনপল্লী, নিষিদ্ধপল্লি বা রেড লাইট এরিয়া ইত্যাদি।