রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পাচ্ছে!
অতিরিক্ত কোলেস্টেরল শরীরের জন্য একদম ভালো নয়। এটি হৃদরোগের ঝুঁকি অনেকটা বাড়িয়ে দেয়।
আমাদের শরীরে দুই ধরনের কোলেস্টেরল আছে, ভালো এবং খারাপ। খারাপ কোলেস্টেরল যেমন খারাপ, তেমন ভালো কোলেস্টেরলও শরীরের জন্য জরুরি।
খারাপ (লো ডেনসিটি লাইপোপ্রোটিন) কোলেস্টেরল রক্তনালির মধ্যে জমতে থাকে এবং রক্তপ্রবাহে বাধা তৈরি করে হার্ট অ্যাটাকের মতো সমস্যা সৃষ্টি করে। ভালো কোলেস্টেরল হার্টের স্বাস্থ্য ভালো রাখে।
কিন্তু রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা বেশি হয়ে যাচ্ছে এটা বুঝবেন কি করে?
আসুন জেনে নেওয়া যাক এর লক্ষণ গুলি-
- পায়ের ধমনীতে কোলেস্টেরল জমলে রক্ত চলাচলে সমস্যা দেখা দেয়। ফলে পায়ের পেশিতে মাঝে মাঝেই টান লাগে এবং হাঁটাচলা করলে পায়ের ব্যথা হয়।
- বিশ্রাম নেওয়ার সময় এই ব্যথা বাড়ে। চলাফেরার সময় পায়ে পেশির টান বাড়ে,পায়ের লোম উঠে যেতে পারে বা ত্বকের রং গাঢ় হয়ে যায়।
- চোখের পাতায় হলদেটে ভাব দেখা দেয়। রক্তে উচ্চমাত্রার বা অতিরিক্ত কোলেস্টেরল থাকলে এমনটা হয়। এক্ষেত্রে চোখের পাতায় হলুদ রঙের চর্বি জমে।