শীতে ঠোঁটের কালচে ভাব দূর করতে যা করা উচিৎ
নিউজ ডেস্কঃ শীতের মরশুম। আর এই মরশুম একটি সমস্যা হল আমাদের ঠোঁট যা রুক্ষ-শুষ্ক হয়ে পরে।এর ফলে ঠোঁট ফাটা,ঠোঁটের দুই কোণায় কালচেভাব পড়া ইত্যাদি দেখা যায়।যা একটি অস্বস্তিকর সমস্যা।এই সমস্যা দূর করতে প্রয়োজন ঠোঁটের যত্ন নেওয়া।আর এই ঠোঁটের যত্ন নেওয়া জন্য রয়েছে কিছু টিপস যেগুলি জেনে নিন।
- ঠোঁটের কালচেভাব দূর করতে চিনি জুড়ি মেলা ভার।তাই এই সমস্যা দূর করতে ২-চামচ মাখন নিয়ে তাতে ৩-চামচ চিনি মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করে স্ক্রাব করুন।এতে ত্বকের উপর জমে থাকা মৃত কোষ দূর হয়ে যাবে আর তার সাথে ঠোঁট ফিরে পাবে তার গোলাপী আভা। ভালো ফল পেতে সপ্তাহে ২-৩দিন এই স্ক্রাব করুন।
- ঠোঁটে উজ্জ্বলতা বৃদ্ধি করতে একটি পাত্রে হলুদগুঁড়ো নিয়ে তাতে দুধ মিশিয়ে একটি ঘন পেস্ট বানিয়ে নিন।তারপর একটি নরম ব্রাশ নিয়ে ঠোঁটে হালকা হাতে ঘষে নিয়ে ওই মিশ্রণটি আঙুলে করে ঠোঁটে লাগিয়ে রেখে দিন। ২-৩ মিনিট পর রেখে ফেলবেন।
- ঠোঁটের কালচেভাব দূর করতে হলে ঘুমানোর আগে লেবুর রস ঠোঁটে লাগিয়ে নিন।এতে এই সমস্যা দূর হয়ে যাবে।কারন লেবুর রস প্রাকৃতিক ব্লিচিং উপাদান হিসেবে পরিচিত।
- ঠোঁটের কালোভাবের সমস্যা থেকে মুক্তি পেতে একটি পাত্রে ১-চামচ লেবুর রস নিয়ে তাতে সামান্য নারকেল তেল এবং ২-চামচ চিনি ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি ঘন মিশ্রণ বানান।তারপর ওই মিশ্রণটি নিয়ে ঠোঁটে মাসাজ করুন।তারপর ঠোঁটকে হালকা গরম জল দিয়ে ধুয়ে লিপ বাম লাগিয়ে রেখে দিন।
- ঠোঁটের কালোভাব থেকে মুক্তি দিতে অলিভ অয়েল কার্যকরী।কারন অলিভ অয়েলের মধ্যে ভিটামিনসহ নানা খনিজ উপাদান থাকে যা এই সমস্যা দূর করতে সহায়তা করে।