নারিদের ১৩ বছর বয়স হলে বিবাহ করতে পারে। ইরানের অবাক করা কিছু তথ্য
নিউজ ডেস্কঃ ইরানের জনসংখ্যা প্রায় ৮৩,১৮৩,৭৪১। এখানে জনসংখ্যার প্রায় (৯৯%)ইসলামধর্মের মানুষ বসবাস করে। এছাড়া খ্রিস্টানধর্মের মানুষ (০.৯%) এবং জেরোয়াসট্রিইয়ান ধর্মের মানুষ (০.০৩%)বসবাস করে ইরানে।
এখানের জাতীয় ভাষা পার্সিয়ান।
ইরানে একটি অস্থায়ী বিবাহের প্রথা চালু আছে।এখানে মহিলা বা পুরুষ কয়েক ঘণ্টা বা কয়েক দিন বা কয়েক সপ্তাহের জন্যে বিবাহ করতে পারে। এই বিবাহটি মুতা বিবাহ নামে পরিচিত। এতে নিদিষ্ট সময়সীমা অতিক্রম হয়ে গেলে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। যার জন্যে ডিভোর্সের কোনো দরকার পরে না।
ইরানে নিজেদের দত্তক নেওয়া মেয়েদেরকে ১৩ বছর বয়সে বিবাহ করতে পারেন তাদের পিতা।এই নিয়মটা ওখানকার আইন অনুযায়ী বৈধ। এবং ওখানে আইন অনুযায়ী পুরুষরা ১৫ বছর বয়স এবং নারিদের ১৩ বছর বয়স হলে বিবাহ করতে পারে।
ইরানে পুরুষদের ক্ষেত্রে টাই পড়া নিষিদ্ধ।
ইরানের নাগরিকদের ১৫ বছর বয়সে ভোট দেওয়া অধিকার দেওয়া হয়ে থাকে।
ইরানের মেয়েদের ৯ বছর বয়সের পর থেকে বোরখা পড়তে হয়।
ইরানে একটি পুরুষ চারটি মহিলাকে বিবাহ করতে পারবেন। এবং ওখানকার একাধিক বিবাহ করা আইন স্বীকৃত। ইরানে কোনো মহিলা ধর্ষিত হয়। তাহলে ওই মহিলার সাথে অভিযুক্ত পুরুষকে বিবাহ দেওয়ার ক্ষমতা রাখে।