অফবিট

পৃথিবীর সবথেকে শান্তিপ্রিয় এবং সৎ মানুষ কোন দেশের মানুষকে বলা হয়?

নিউজ ডেস্ক: আজকাল সৎ প্রকৃতির মানুষ কোথায় বা দেখা যায়, সব জায়গায় তো বিবাদ দাঙ্গা লেগেই রয়েছে কোথাও শান্তি নেই। শান্তিপ্রিয় ও সৎ প্রকৃতির মত দেশ  খুজতে হলে সবার প্রথমে কোন দেশের নামটি আসে জানেন? 

স্লোভেনিয়া। ইউরোপ মহাদেশের মধ্যভাগে অবস্থিত এই দেশটি। ইউরোপ মহাদেশের জলসম্পদ দেশগুলির মধ্যে স্লোভেনিয়া অন্যতম একটি দেশ। স্লোভেনিয়ার মানুষেরা মধু খুব পছন্দ করে থাকে, তারা মৌমাছির থেকে মধু পাওয়াকে এদেশের ধর্ম বলে মনে করে।

পর্যটকদের ভোটের ভিত্তিতে দেশটি ইউরোপের দশম পর্যটক হিসেবে মনোনীত হয়েছে। এদেশের মানুষেরা খুব শান্তিপ্রিয় এবং খুব সৎ প্রকৃতির হয়ে থাকে এরা নিমেষেই একে অপরের খুব সাহায্য করে থাকে।

এরা একদমই ঝগড়া কিংবা বিবাদ পছন্দ করেনা। স্লোভিয়ানরা রঙিন পোশাক পরতে খুব পছন্দ করেন, যে কোন কারনেই কোন অজুহাত পেলেই তারা রঙিন পোশাক পরে বাইরে বেরিয়ে আসে এমনকি তারা নতুন বছরকে স্বাগত জানানোর জন্য তারা রঙিন পোশাক পড়ে থাকে।

স্লোভিয়ানের একটি শহরের নাম ব্লেড, যেটি একটি লেকের উপর অবস্থিত ব্লেড লেকটি সৌন্দর্যের জন্য পরিচিত। লেকটিতে অল্প কয়জন মানুষ থাকে কিন্তু এই মানুষগুলো খুবই সৌখিন মানুষ।

ওয়াইন এদেশের মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেশটিতে ৭৫ জন মানুষের জন্য একটি করে বার থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *