একজন জন ব্যাক্তি এক বছরে গড়ে প্রায় ১০.৯ লিটার অ্যালকোহল ব্যবহার করে। ফ্রান্সের অবাক করা কিছু তথ্য
নিউজ ডেস্কঃ ফ্রান্সের জাতীয় পশু Gallic Rooster যা একটি মুরগির প্রজাতি। এবং ওখানকার জাতীয় ফুল আইরাস।
ফ্রান্সের যদি মৃত্যুর আগে কোনো ব্যাক্তি যদি বলে যে সে তার কোনো অর্গান ডোনেট করতে চান না তাহলে সেই অর্গান কাউকে দেওয়া হয় না। আর তা না হলে মৃত্যু পর ওই মৃত ব্যাক্তির অর্গান কোনো রোগীকে দিয়ে দেওয়া হয়।
ফ্রান্স মিলেটারিকে ইউরোপের সবচেয়ে ভালো আর্মি বলা হয়ে থাকে। এই আর্মি এখনও পর্যন্ত ১৬৮ টি যুদ্ধ করে যার মধ্যে ১১৯ টি জিতেছেন এবং ১০ টি অমিমাংশিত ছিল আর বাকি ৪৯ টিতে পরাজিত হয়েছে।
ফ্রান্স গাড়ি চলাচলের জন্য রাস্তটি সোলার প্লেট দিয়ে তৈরি করেছে।
ফ্রান্সের কোনো অপরাধীর হাতকড়া লাগানো ছবি সোশ্যাল মিডিয়া বা প্রিন্ট মিডিয়ায় শেয়ার করা নিষিদ্ধ।
ফ্রান্সের কারেন্সিকে ইউরো বলা হয়।
ফ্রান্সে একজন জন ব্যাক্তি এক বছরে গড়ে প্রায় ১০.৯ লিটার অ্যালকোহল ব্যবহার করে।
ফ্রান্সের মানুষের গড় আয়ু প্রায় ৮২ বছর।
ফ্রান্সে পেট্রোলের দাম অনেক বেশি। ওখানে এক লিটার পেট্রোলের দাম ১.৫৯ ইউরো। এর জন্যই ফ্রান্সে গাড়ির থেকে বাইসাইকেল বেশি ব্যবহার করা হয়।
ফ্রান্সের বর্ডার স্পেন, সুইজারল্যান্ড, ইটালি, বেলজিয়াম এবং লাক্সেম্বোর্গ মতো বড়ো বড়ো দেশের সাথে রয়েছে এমন কি ছোটো ছোটো দেশ যেমন- অ্যান্ডেরা এবং মোনাকোর সাথেও রয়েছে।এই দেশের বর্ডার সমুদ্র দিয়ে ইউকের সাথে মিলেছে।