পৃথিবীর কোন দেশের জঙ্গলে গেলে মানুষের আত্মহত্যা করতে ইচ্ছা হয় জানেন?
নিউজ ডেস্ক – বহু সিনেমা ও চলচ্চিত্রে দেখা গিয়েছে সুইসাইড স্পট বলে কোন জায়গা রয়েছে পৃথিবীর বুকে। যেখানে অবসাদগ্রস্ত হয়ে বহু মানুষই আত্মঘাতী হয়েছে। কিন্তু এমন একটি জায়গার খোঁজ পাওয়া গেল যেখানে এমন একটি জঙ্গল রয়েছে যা মানুষকে আকৃষ্ট করে সুইসাইড করার জন্য। জানা যায় প্রত্যেক বছর গড়ে ১০০ জনের মৃতদেহ উদ্ধার করা হয় জঙ্গল থেকে। এমন এক কুখ্যাত জঙ্গল অবস্থিত জাপানের টোকিও শহর থেকে ১০০ মাইল পশ্চিমে মাউন্ট ফুজি পাহাড়ের পাদদেশ অঞ্চলে। এই হত্যাকারী জঙ্গলের নাম অকিগাহারা।
লোকো ভাষ্যমতে এই জঙ্গলে সকলে আত্মহত্যার কারার জন্য যায়। যদিও জাপানি বিশেষজ্ঞদের মতে দেশের আর্থিক অবস্থা ও বেকারত্বের কারণে এমনি আত্মঘাতী হওয়ার ঘটনা বৃদ্ধি পায়েছে। ১৯৭০ দশকে এক জাপানি লেখক ৩৫ কিলোমিটার আয়তনের এই প্রাণহানি ঘন জঙ্গলের উপরে একটি উপন্যাস লিখেছিলেন। সেই লেখা পড়ে অনেকে অনুপ্রাণিত হয়ে আত্মঘাতী হতে এসেছে এই জঙ্গলে। ২০১০ সালে ২৪৭ জন মানুষের মৃতদেহ উদ্ধার হয়েছে এই জঙ্গল থেকে। এরপর থেকে জঙ্গলটি সুইসাইড স্পট নামে গোটা দেশে আখ্যায়িত হয়। স্থানীয়দের মতে যতক্ষণ পারা যায় ততক্ষণ পর্যন্ত জঙ্গলটিকে এড়িয়ে চলার চেষ্টা করেন।