লেবুর খোসার মতো যে জিনিস গুলি চোখের সমস্যা মেটাতে পারে
নিউজ ডেস্কঃ চোখের পাতা ঘন করতে চান।এর জন্য আর বাইরের প্রোডাক্ট ব্যবহার করার দরকার নেই।কারন বাইরের প্রোডাক্টে নানা রকমের কেমিক্যাল থাকে যা উপকারের বদলে ক্ষতি বেশি করে।তাই চোখের পাতা ঘন করতে বাইরের প্রোডাক্ট ত্যাগ করে ঘরোয়া উপকরন ব্যবহার করুন।এটি আপনার চোখের পাতা ঘন করার পাশাপাশি কোন সাইড এফেক্ট নেই।তাহলে এবার জেনে নেওয়া যাক ঘরোয়া উপায়গুলি।
১) ক্যাস্টর অয়েল : ক্যাস্টর অয়েল চোখের পাতা লম্বা করতে সাহায্য করে৷আর এর জন্য শোয়ার আগে একটু তুলো নিয়ে তাতে ক্যাস্টর ওয়েলে ভিজিয়ে নিয়ে চোখের পাতায় লাগান৷ এছাড়াও একটি পাত্রে দু-তিন ভিটামিন ই নিয়ে তাতে ক্যাস্টর ওয়েলে মিশিয়ে চোখের পাতায় লাগিয়ে রাখুন সারা রাত৷ তারপরের দিন সকাল বেলায় হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন চোখ৷ এছাড়াও অ্যালোভেরা জেল নিয়ে তাতে দু-চামচ ক্যাস্টর ওয়েল মিশিয়ে একটি তুলোর সাহায্যে চোখের ওপর লাগিয়ে রেখে দিন সারা রাত।তারপরের দিন সকালে চোখ ধুয়ে ফেলুন৷
২) অলিভ ওয়েল :অলিভ ওয়েলও চোখের পাতা ঘন করতে খুবই কার্যকরী একটি উপকরন। তাই চোখের পাতা ঘন করতে হালকা গরম অলিভ ওয়েলে তুলো ভিজিয়ে নিয়ে চোখের পাতায় লাগিয়ে রাখুন সারা রাত৷ তারপরের দিন সকালে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন৷
৩) লেবুর খোসা : লেবুর খোসা চোখের পাতা ঘন করতে সাহায্য করে৷তাই একটি কৌটোতে এক টেবিলচামচ কুঁচোনো শুকনো লেবুর খোসা নিয়ে তাতে পরিমাণমতো অলিভ ওয়েল অথবা ক্যাস্টর অয়েল দিয়ে সপ্তাহ দুয়েক এর মতো ওই কৌটোটিকে বন্ধ করে রেখে দিন। এতে লেবুর খোসায় ভালো করে তেল ঢুকে যাবে৷তারপর একটি মাস্কারা স্টিকে ভালো করে পরিষ্কার করে নিয়ে চোখে পাতায় লাগিয়ে রাখুন সারা রাতের জন্য।তারপরের দিন সকালে উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে ফেলুন৷