অফবিট

সিংহের মতো বিরল প্রজাতির যে ৪ টি সাদা প্রাণীর নাম জানা আছে?

নিউজ ডেস্কঃ সাদা রঙ আমরা সবাই পছন্দ করে।তাই আমরা যেসব প্রাণীদের দেখে ভয় পায় তাদের গায়ের রঙ সাদা হলে তাদেরকে দেখতে খুবই সুন্দর লাগে।তবে এই সাদা হওয়ার কারনে এই প্রাণীগুলি জঙ্গলে থাকা সমস্যার কারন হয়ে দাড়ায়।তাই এদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এদেরকে চিড়িয়াখানায় বা অ্যানিম্যাল কেয়ারে রাখা হয়ে থাকে।

১)White Alligator: এটি একটি সাদা কুমির যা বিরল প্রজাতিদের মধ্যে একটি।এই কুমিরগুলো সাদা  এবং মোটা হওয়ার কারনে এরা ঠিক মতো দেখতে পায় না তাই এরা শিকার করতে পারে না।তাই এদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।কিন্তু এখন এই কুমিরগুলকে পৃথিবীর বড়ো বড়ো চিড়িয়াখানায় রাখা হয়।তাই এখন এদের আর খাদ্যের অভাব হয় না।

২) White Gorilla: আমরা সবাই তো কালো গোরিলা দেখিছি তবে এই গোরিলা সাদা।এই গোরিলাটিকে স্পেনের বার্সেলোনার একটি চিড়িয়াখানায় দেখতে পাওয়া যায়। এই গোরিলাগুলো বিরল প্রাজাতির মধ্যে পরে কারন গবেষকদের মতে পৃথিবীতে মোট ২২ টি  এমন গোরিলা পাওয়া গেছে যাদের মধ্যে ১০ টি বড়ো হয়েছে।তবে স্পেনের এই গোরিলাটিকে অনেক মানুষই দেখছে এছাড়াও এই গোরিলাটি অনেক সিনেমাতেও কাজ করেছে।

৩) White Deer: সাউথ আফ্রিকার জঙ্গলে পাওয়া এই হরিণগুলো পুরো সাদা হয়।তবে এই সাদা হরিন নিউওয়ার্কে বেশি পরিমানে পাওয়া যায়।এই ধরনের হরিন পৃথিবীতে প্রায় ৩০০ টি মতো আছে।এই ধরনের হরিনকে বেশি দামে বিক্রি করার জন্য শিকারিরা শিকার করে থাকে তাই এদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।

৪) White Lion: পৃথিবীতে সবচেয়ে সুন্দর প্রাণী হিসাবে সাদা সিংহকেও ধরা হয়ে থাকে।এই সিংহগুলি অন্যন্য সিংহদের থেকে আলাদা দেখতে হওয়ায় এরা জঙ্গলে নিরাপদ নয় কারন শিকারিরা বিক্রি করার লোভে এদের শিকার করতে পারে তাই এদের অ্যানিম্যাল কেয়ারে রাখা হয়।সাউথ আফ্রিকায় পাওয়া এই সিংহটি জন্ম থেকেই সাদা হয়।     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *