ভুড়িঁর কারনে বেঁচে গেছিলেন চীনের এই ব্যাক্তি
নিউজ ডেস্ক – বর্তমান সমাজে জিরো ফিগার হওয়ার জন্য কি কসরতটাই না করে সকল। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটি পরিলক্ষিত হয় বেশি। কিন্তু সেই পরিস্থিতিতে দাড়িয়েও নিজের মেদবহুল শরীর ও ভুড়ি নিয়ে যথেষ্ট খুশি রয়েছে এই ব্যক্তি। কারণ একমাত্র ভুড়িঁ বাঁচিয়েছে তার প্রাণ। যদিও এর পেছনে কিছু গল্প রয়েছে।
জানা যায় চিনের হেনান প্রদেশের বাসিন্দা ২৮ বছরের লিউয়ের রয়েছে যথেষ্ট ভুড়িঁ। যার কারণে যথেষ্ট কষ্টও হয় তার। কিন্তু কিছু সপ্তাহ আগে হঠাৎই বাড়ির জল নেওয়ার কুয়োর ঢাকনার উপর উঠে দাড়াতে গিয়েই ঘটে বিপত্তি। ঢাকনা ভেঙে পড়ে যায় কুয়েত। কিন্তু জলে ডোবার আগেই ভুড়িঁর জন্য বেচেঁ যায় লিউ। যথারীতি কুয়োর মধ্যেই ও বাহিরে অর্ধেক হয়ে আটকে যায় সে। পরবর্তীতে বিষয়টি পরিবারের নজরে আসতেই ডাকা হয় বিশাল দমকল ও পুলিশ বাহিনী। এরপরে দীর্ঘক্ষণের চেষ্টায় কুয়ো থেকে বের করতে সফল হয় দমকল কর্মীরা। তবে শরীরে কোথাও চোট না লাগলেও কোমরে সামন্য ব্যথা পেয়েছেন তিনি। কিন্তু নিজের ভুড়িঁর জন্য প্রাণ বেঁচে যাওয়ায় যথেষ্ট গর্বিত সে। আজীবন নিজের ভুড়িঁকে বজায় রাখার অনঢ় সিদ্ধান্ত নিয়েছেন লিউ।