রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। সাদাবাহারের ৫ টি উপকারিতা
নিউজ ডেস্কঃ সাদাবাহার নামটার সাথে খুব একটা পরিচিত না হলেও। এর গুনাবলিতা সম্পর্কে একবার জানলে সারা জীবন মনে রাখবেন এই নামটি।এটি এমন একটি ভেষজ উদ্ভিদ যার মধ্যে রয়েছে একাধিক উপকারি উপাদান যা কঠিন থেকে কঠিনতর রোগের থেকে মুক্তি দিতে পারে।তাই শরীরকে সুস্থ রাখতে এই ভেষজ উদ্ভিতটির জুড়ি মেলা ভার।রইল আপনাদের জন্য সাদাবাহারের কিছু গুনাবলিতা।
১। চুলকানি- চুলকানির সমস্যা থেকে মুক্তি দিতে বিশেষভাবে কার্যকরী সাদাবাহার। তাই আক্রান্ত স্থানে এই পাতাটি বেটে লাগান।ভালো ফল পেতে দিনে দুবার লাগান এই পাতা বাটা।
২। ত্বকের সমস্যা- সাদাবাহার ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা যেমন- মুখে কালো দাগ, ব্রণ ইত্যাদি থাকে মুক্তি দিতে সাহায্য করে।তাই এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে মুখের যে স্থানে সমস্যা দেখা দিয়েছে সেখানে সাদাবাহার ফুলের রস বের করে নিয়ে লাগান।এতে ওই সমস্যা দূর হওয়ার পাশাপাশি ত্বককের উজ্জ্বল বৃদ্ধি পাবে।
৩। ডায়াবেটিস – আপনি কি ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? তাহলে সাদাবাহরের পাতার রস করে বা পাতা চিবিয়ে খান।কারন এই রসের মধ্যে রয়েছে অ্যালকালয়েড যা বিটা কোষকে মজবুত করে রাখে এবং শরীরে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখে।তাই এই ভেষজ উদ্ভিদটি ডায়াবেটিস রোগীদের পক্ষে খাওয়া খুবই উপকারি।
৪। রক্তচাপ – রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে এই ভেষজ উদ্ভিদটি।তাই যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তারা রোজ সকলে খালি পেটে এই গাছের শিকড় বেটে খান।
৫। ক্যান্সার – ক্যান্সারের মতো মারন রোগের প্রতিরোধক হিসাবে কাজ করে। বিশেষজ্ঞরা জানিয়েছেন যে এই গাছের পাতার মধ্যে রয়েছে ব্রিনক্রেস্টইন এবং বিব্লাস্টিন উপাদান যা ক্যান্সারের জীবাণু ধ্বংস করতে সহায়ক।