ঘামাচির থেকে মুক্তি পেতে যা করবেন
নিউজ ডেস্কঃ গরমকাল আর ঘামাচির চিন্তা থাকবেন এটা ভাবায় যায় না।গরম বাড়ার সাথে সাথে ঘামচির চিন্তাও বাড়ে।আর এই থেকে মুক্তি পাওয়ার উপায় প্রায় মানুষের কাছেই অজানা একটি বিষয় তবে শুধু গরমে নয় কিছু মানুশ সারা বছর এই সমস্যায় ভুগে থাকেন। তাই এই গরমের আর ঘামচির চিন্তা করার দরকার নেই।এর থেকে মুক্তি পাওয়া অজানা উপায় জেনে নিন।তাহলে এবার জেনে নিন ঘামাচি দূর করার কিছু উপায়।
১) ঘামাচি সমস্যা দূর করতে একটি পরিষ্কার পাতলা কাপড়ের মধ্যে বরফের টুকরো নিয়ে ৮-১০ মিনিট সেটিকে ঘামাচি জায়গায় ঘষুন। এতে ঘামাচি মরে যাবে এবং এর সাথে ত্বকের জ্বালা ও চুলকানি ভাবও অনেকটা কমে যাবে।
২) ঘামাচি সমস্যা দূর করতে ডেটল অথবা সুথল দিয়ে স্নান করুন।এতে উপকার পাবেন।
৩) ঘামাচি সমস্যা দূর করতে স্নানের আগে ঘামাচির জায়গায় কয়েক মিনিটের জন্য পাতিলেবুর রস লাগিয়ে রাখুন।তারপর স্নান করে ফেলুন।
৪) আমরা সবাই জানি যে মুলতানি মাটি রূপচর্চারে ক্ষেত্রে ব্যবহার করা হয়।এছাড়াও এটি ঘামাচির সমস্যাও দূর করতে সাহায্য করে। এর জন্য একটি পাত্রে মুলতানি মাটি নিয়ে তাতে পরিমান মতো গোলাপ জল মিশিয়ে নিয়ে ঘামাচির জায়গায় লাগিয়ে রেখে দিন।তারপর শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিন।এতে ঘামাচি দূর হওয়ার পাশাপাশি ত্বকের জ্বালা এবং চুলকানি ভাব কমে যাবে।
৫) বেসন ঘামাচি সমস্যা দূর করতে সাহায্য করে।এর জন্য এক কাপ বেসন নিয়ে তাতে পরিমান মতো জল মিশিয়ে ঘামাচির জায়গায় মিনিট পনেরোর জন্য লাগিয়ে রেখে দিন।তারপর জলে ধুয়ে নিন।এতে ভালো উপকার পাবেন।