ত্বককে সুন্দর করতে যেভাবে আলুর ব্যবহার করবেন
নিউজ ডেস্কঃ ত্বককে সুন্দর করতে ব্লিচ করা অত্যন্ত প্রয়োজনীয় কারন ব্লিচ আমদের ত্বকের মৃত কোষ দূর করে ত্বকে উজ্জলতা বাড়িয়ে তুলতে সাহায্য করে।তাই ব্লিচ করার জন্য তো সব সময় পার্লারে যাওয়া সম্ভব হয় না।কিন্তু ব্লিচ করাটাও যে জরুরী। তাহলে কি করবেন এই নিয়ে চিন্তিত।এবার চিন্তার অবসান ঘটিয়ে জেনে নিন ঘরোয়া পদ্ধতিতে ব্লিচ করার উপায় যা বাইরের প্রোডাক্ট দিয়ে ব্লিচ করার থেকে অনেক উপকারী। এতে ত্বকের উজ্জলতা বৃদ্ধির পাশাপাশি ত্বকের ভালো রাখতেও সাহায্য করে। তাই জেনে নিন ঘরে বসে কিভাবে ব্লিচ করবেন-
ঘরোয়া উপায়ে ব্লিচ তৈরি করার জন্য একটি পাত্রে দুধ নিন তাতে একে একে মধু, লেবুর রস, হলুদের গুড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন।তারপর ওই মিশ্রণটিকে মুখে লাগিয়ে সার্কুলার মোশানে মাসাজ করুন। তারপর ১০ মিনিটের জন্য ওই মিশ্রণটি মুখেও লাগিয়ে রেখে দিন। এরপর উষ্ণ গরম জলে মুখ ধুয়ে ফেলুন।এতে ত্বকের উজ্জলতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ত্বকের অনেক উপকার করতে সাহায্য করবে।
এছাড়াও আলুও ত্বকে ব্লিচ করতে সাহায্য করে। কারন আলুর মধ্যে থাকে এমন কিছু উপাদান যা ত্বকে উজ্জলতা বৃদ্ধি করার পাশাপাশি আরও অনেক উপকার করে।তাই একটি আলু নিয়ে সেটিকে কেটে তার থেকে রস বের করে নিন।তারপর ওই রস মুখের লাগিয়ে সার্কুলার মোশানে মাসাজ করুন।এরপর ৫ মিনিটের জন্য মুখের লাগিয়ে রেখে দিন।তারপর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।এতে ভালো ফল পাবেন।