মোবাইলে স্ক্রিনের স্ক্রাচ দাগ তুলতে টুথপেস্টের ব্যবহার
টুথপেস্ট এই জিনিসটার সাথে আমরা খুবই পরিচিত। সকাল রাত দুবেলায় এটি ব্যবহার করতে হয় যাতে আমাদের দাঁত ভালো থাকে। তাই দাত ভালো রাখতে টুথপেস্ট এর ভূমিকা অসামান্য। দাঁতের জন্য আমরা টুথপেস্ট ব্যবহার করি আমরা সবাই জানি। কিন্তু আপনারা কি জানেন টুথপেস্ট দাঁত ছাড়াও আরও অনেক কিছু কাজে ব্যবহার করা যায়। যদি না জানেন তাহলে জেনে নিন আর কি কি কাজে টুথপেস্ট ব্যবহার করা যায়।
আপনাদের যদি কোন সোনা বা রুপোর আংটি কালচে হয়ে যায় তাহলে একটি পরিষ্কার ব্রাশে অল্প টুথপেষ্ট নিয়ে ওই জিনিসটি ওপর কিছুক্ষন ঘষুন। তারপর ধুয়ে ফেলুন এতে ওই কালচে দাগ চলে যাবে।
অনেক সময় আয়নায় নোংরা জমে। ওই নোংরা দাগ তোলার জন্য একটি পাত্র গরম জল অল্প কুলীন এবং টুথপেস্ট মিশিয়ে নিন তারপর ওর মধ্যে একটি কাপড় ভিজিয়ে চিপরে নিয়ে আয়নাতে হালকা হাতে ঘষুন। এতে আয়না থেকে নোংরা দাগ চলে যাবে।
মোবাইলে স্ক্রাচের দাগ তুলতে চাইলে ওতে টুথপেস্ট লাগিয়ে রাখুন। তারপর শুকিয়ে গেলে হালকা ভেজা কাপড় দিয়ে মুছে নিন।
রান্না করতে গিয়ে যদি কোথাও পুড়ে যায়। সেখানে টুথপেস্ট লাগাবেন। কারণ টুথপেস্ট ওই পোড়া দাগ তুলতে সাহায্য করে।
এছাড়াও টুথপেস্ট পোস্টার দাগ তুলে দিতেও সক্ষম।