অফবিট

১৫ অগাস্টই কেন স্বাধীনতার দিন ঘোষণা করা হয়েছিল?

নিউজ ডেস্কঃ ভারতবর্ষে  প্রতি  বছর ১৫ অগাস্ট দিনটিতে স্বাধীনতা দিবস পালিত করা হয়।এবং এই দিনটিতে বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলন করা হয়ে থাকে।কারন আমরা জানি যে ভারতবর্ষ ১৯৪৭ সালের ১৫ অগাস্ট ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করেছিল এবং সেই কারণেই ১৫ অগাস্ট  দিনটি আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনটিতেই সারা দেশ জুড়ে পতাকা উত্তোলনের মাধ্যমে পালন করা হয়।কিন্তু আপনারা কি জানেন যে ভারতবর্ষের পতাকা প্রথম কবে উত্তোলন করেছিলেন।সেই দিনটি কিন্তু ১৫ আগস্ট ছিল না।তাহলে কেন ১৫ অগাস্ট তারিখটিকেই দেশের স্বাধীনতার (Independence Day) জন্য বেছে নেওয়া হয়েছিল?

স্বাধীন ভারতের প্রথম  প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ভারতের স্বাধীনতা দিবসে সংসদে  প্রথম একটি ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। যাকে আমরা ‘ট্রিস্ট উইথ ডেসটিনি’ বলেই জানি। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু  ১৯৪৭ সালের ১৫ অগাস্ট কিন্তু লালকেল্লা থেকে এই পতাকা তোলেননি।তিনি লাল কেল্লা থেকে পতাকা উত্তোলন করেছিলেন ১৯৪৭ সালের ১৬ অগাস্ট ।

তাহলে কেন ১৫ অগাস্ট তারিখটিকেই দেশের স্বাধীনতার দিবসের দিন হিসাবে  জন্য বেছে নেওয়া হয়েছিল? এ সম্পর্কে রয়েছে বিভিন্ন ঐতিহাসিকের আলাদা আলাদা মতামত।এই নিয়ে  কিছু ঐতিহাসিক মনে করেন যে  সি রাজাগোপালচারীর পরামর্শে মাউন্টব্যাটেন ভারতের স্বাধীনতার জন্য ১৫ অগাস্ট দিনটিকে বেছে নিয়েছিলেন।কারন  লর্ডমাউন্টব্যাটেনকে ব্রিটিশ পার্লামেন্ট ক্ষমতা হস্তান্তরের যে আদেশপত্র দিয়েছিল তাতে বলা ছিল এই কাজ শেষ করতে হবে ৩০ জুন, ১৯৪৮-এর মধ্যে। এ ব্যাপারে সি রাজাগোপালাচারীর  লর্ড মাউন্টব্যাটেনকে বলেছিলেন যে তিনি যদি  ১৯৪৮  সালের ৩০ জুন পর্যন্ত অপেক্ষা করেন  তাহলে তখন তাঁর কাছে স্থানান্তর করার কোনও শক্তি থাকবে না। ফলে মাউন্টব্যাটেন সে কাজ এগিয়ে এনেছিলেন ১৯৪৭ সালের ১৫  অগাস্টে।

আবার  কিছু ইতিহাসবিদ মনে করেন যে মাউন্টব্যাটেন ১৫ অগাস্ট তারিখটিকে শুভ বলে বিবেচনা করেছিলেন কারন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪৫ সালের ১৫  অগাস্ট জাপানি সেনাবাহিনী আত্মসমর্পণ করেছিল এবং মাউন্টব্যাটেন সে সময় মিত্রবাহিনীর সেনাপতি ছিলেন। এই জন্যেই তিনি ভারতের স্বাধীনতার দিবসের জন্য ১৫ আগস্ট তারিখটি  বেছে নিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *