লাইফস্টাইল

এসি ছাড়াই ঘর ঠান্ডা রাখতে পারবেন যেভাবে

তীব্র গরম বাইরে প্রখর রোদ একই সঙ্গে দাবদাহ ঘরে থেকেও যেন শান্তি নেই। এয়ার কন্ডিশনার ছাড়া ঘরে টেকা দায়। ঘরে এসি থাকলে তো কেল্লাফতে। হাতের রিমোটেই শান্তি।

কিন্তু যাদের কাছে সেই সুযোগ নেই? তাদেরও উপায় আছে। জেনে নিন এসি ছাড়া ঘর  ঠান্ডা রাখার বেশ কিছু উপায়:-

  • কথায় আছে, প্রতিকার করার থেকে প্রতিরোধ করা ভাল। তাই যথাসম্ভব ঘরে গরম হাওয়া প্রবেশ আটকাতে পারলে ঘর ঠান্ডা থাকবে তার জন্য রোদের সময় জানালা বন্ধ রাখলে ঘর ঠান্ডা থাকবে তবে সেক্ষেত্রে অবশ্যই ঘরে ভেন্টিলেটর থাকতে হবে।
  • জানালার পর্দা হিসেবে খসখস ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যাবে। বহু পুরনো সময় থেকে খসখস ব্যবহারের প্রচলন রয়েছে। গরম প্রতিরোধ করার জন্য খসখস জলে ভিজিয়ে ব্যবহার করতে পারলে আরও ভালো ফল পাওয়া যাবে।
  • ঘরের মধ্যে এবং জানালার সামনে কিছু এয়ার পিউরিফায়ার গাছ ব্যবহার করলে ঘর ঠান্ডা থাকবে গাছ কার্বন ডাই অক্সাইড শুষে নেওয়ার ফলে ঘরের তাপমাত্রা কমবে। এক্ষেত্রে যেমন গাছ ব্যবহারের ফলে ঘর সুন্দর দেখাবে তেমনভাবেই গরম থেকে মুক্তি পাওয়া যাবে। এক্ষেত্রে এয়ার পিউরিফায়ার হিসেবে স্নেক প্লান্ট, পিস লিলি, স্পাইডার প্লান্ট রাখতে পারেন। 
  • ঘরের গরম হাওয়া বের করে দেওয়ার জন্য ব্যবহার করতে পারেন একজস্ট ফ্যান । একজস্ট ফ্যান ব্যবহার করলে ঘরের গরম হওয়া বেরিয়ে যাবে ফলে ঘর ঠান্ডা থাকবে। একইসঙ্গে জানালায় ঝুলিয়ে রাখতে পারেন ভিজে কাপড় বা ভিজে তোয়ালে। তাহলে এই গরমেও ঘরের ভেতর আরামদায়ক অনুভূতি পাবেন।
  • এসি ছাড়া ঘর ঠান্ডা করতে অন্যতম কার্যকরী উপায় একবাটি বরফ। টেবিল ফ্যানের সামনে এক বাটি বরফ রেখে দিলে, ঘর জুড়ে ঠান্ডা ঠান্ডা  অনুভূতি পাবেন। বরফ গলে গেলেও, ঘরের ভেতরকার ঠান্ডা অনেকক্ষণ বজায় থাকবে। 
  • বলা হয়, সাদা রং সূর্যালোক অনেক বেশি প্রতিফলিত করে ফিরিয়ে দিতে পারে। যে কারণে গ্রীষ্মকালে সাদা রঙের পোশাক বেশি করে ব্যবহার করতে বলা হয়। এই একই ফর্মুলা ব্যবহার করে ঘরের ছাদ সাদা রং করাতে পারেন। সূর্যালোক ছাদ থেকে প্রতিফলিত হয়ে ফিরে গেলে, ঘর কম গরম হবে। রুমে ঠান্ডা অনুভূতি পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *