পৃথিবীর কোথায় মৃত দেহকে টেবিলে বসে খাওয়ানো হয়?
নিউজ ডেস্ক – পৃথিবীর বুকে এমন বহু আদিবাসী গোষ্ঠী রয়েছে যারা বিভিন্ন ধর্ম পোষণ করে নানান বিকৃতিমূলক কার্যকলাপ করে। তবে এমন একটি আদিবাসী খোঁজ পাওয়া গিয়েছে যারা শবদেহকে শেষ বারের মতো খাবার খাইয়ে তার শেষকৃত্য সম্পন্ন করে। শুনতে আজব লাগলেও বর্তমানে সত্য। এমনই এক দৃশ্য দেখা যায় ঘনা অঞ্চলের আদিবাসীদের মধ্যে।
ঘনার আদিবাসীদের নিয়মানুসারে বৃহস্পতি থেকে সোমবার পর্যন্ত শেষকৃত্য সম্পন্নের প্রক্রিয়া চলে। এদের রীতি অনুসারে বৃহস্পতিবার বাজার থেকে কফিন কিনে ও মৃত ব্যক্তির সঙ্গে কফিনে নিয়ে যাওয়ার জন্য দামী পোশাক ও খাবার কেনা হয়। এরপর শুক্রবার মৃত দেহকে মর্গ থেকে নিয়ে আসা হয়। শনিবার সকল আচার-অনুষ্ঠান মেনে শেষকৃত্য সম্পন্ন করা হয়। রবিবার গির্জায় মৃতের আত্মার শান্তি কামনার জন্য প্রার্থনা করা হয় ও সোমবার সম্পূর্ণ শেষকৃত্য সম্পন্ন করতে কত খরচ হলো তার হিসেব করা হয়। এমনই এক অদ্ভুত ও বিরল চিত্র দেখা যায় ঘানার রাজধানী আক্রায়। তবে আরও একটি অবাক করার দৃশ্য দেখা যায় এখানে। কার্যত মৃত দেহকে কফিনবন্দি করার আগে সকলের সঙ্গে খাবার টেবিলে বসিয়ে তাকে খাবার দেওয়ার পাশাপাশি নাচ-গানে মত্ত হয় সেখানকার বাসিন্দারা। অন্যান্য দেশের কাছে জিনিসটি অদ্ভুত হলেও বরাবরই ঘনার আদিবাসী গোষ্ঠীর সদস্যরা এই নিয়মটি মেনে চলে।