মা কালীর লাল জিহ্বা কেন সাদা দাঁত দিয়ে কামড়ায় জানেন?
নিউজ ডেস্ক– মা কালী যাকে শক্তির আধার বলা হয়।তিনি দুষ্টদের দমন করতে এই ভয়ানক রুদ্ররূপ ধারণ করে তাদের বিনাশ করে। অসুরদের হারানোর পর প্রবল বিজয়নৃত্য শুরু করেন কালী। কালীর এই নৃত্যতে সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। তাই কালীর নাচ বন্ধ করতে দেবতাগণ মহাদেবের কাছে।তখন মহাদেব যান কিন্তু মহাদেবের হাজারো কথা শুনতে পেলেন না উন্মাদিনী কালী। আর কোনো উপায় না পেয়ে কালীকে শান্ত করতে মহাদেব কালীর পা-এর তলায় শুয়ে পড়েন এবং পায়ের নিচে স্বামীকে পরে থাকতে দেখতে লজ্জিত হন কালী। লজ্জায় জিভ কাটেন তিনি।তাই আমরা মা কালীকে জিহ্বা বের করে রাখতে দেখি। কিন্তু আপনার কি জানেন যে মা কালীকে জিহ্বা বের করে রাখার পিছনে একটি আলাদা তাৎপর্য আছে।তাই আর দেরি না করে জেনে নিন।
মা এখানে শুধু জিহ্বা বের করেই রাখেন নি তিনি লাল জিহ্বাকে সাদা দাঁত দিয়ে কামড়ে রেখেছেন।
এখানে সাদা রং সত্ত্ব গুনের প্রতীক। লাল রং রজো গুনের প্রতীক। লাল জিহ্বাকে সাদা দাঁত দিয়ে কামড়ে ধরার অর্থ সত্ত্বগুণ দিয়ে রজোগুণকে দমন করা।