লাইফস্টাইল

৯ ঘন্টা ঘুমাতে পারলেই ১০ লক্ষ টাকা

নিউজ ডেস্ক     ঘুম এমনই একটা জিনিস যা অধিকাংশ ব্যক্তির প্রিয়।  কিন্তু ইঁদুর দৌড়ের মতো এই জীবনে বিশ্রামের অল্প সময় পাওয়াও মানুষের কাছে ভাগ্যের ব্যাপার। তবে বর্তমানে এমন একটা দেশ রয়েছে যেখানে ঘুমের মাধ্যমে কোটি কোটি টাকা ইনকাম করছে সেখানকার কর্মীরা।  হ্যাঁ এবিষয়টি সকলকে অবাক করে দিলেও সত্যি। এমন এক আজব কাজ হয় 

‘ওয়েকফিট’ নামের সংস্থায়। এখানে ৯ ঘন্টা ঘুমাতে পারলেই আয় করা যাবে ১০ লক্ষ টাকা।  যে সকল ব্যক্তি ইনসমনিয়া নামক রোগে ভুগছেন তাদের জন্য এই কাজটি যথাযথ প্রযোজ্য।  তবে এই সংস্থার  কিছু নিয়ম রয়েছে যা  অক্ষরে অক্ষরে পালন করতে হয় এই কর্মে নিযুক্ত সদস্যদের। 

‘ওয়েকফিট’ সংস্থা নিয়ম অনুসারে  এখানে অংশগ্রহণকারী প্রত্যেক ব্যক্তিদের শোয়ার ১০ থেকে ২০ মিনিটের মধ্যে ঘুমাতে হবে।  পাশাপাশি যে সকল ব্যক্তিরা যখন-তখন সময় পেলেই ঘুমিয়ে নিতে পারবেন এমন প্রতিভাশীল হতে হবে। পাশাপাশি যারা নিজেদের প্রিয় নাইট শো এবং ফোনের আকর্ষণীয় নোটিফিকেশন অগ্রাহ্য করে ঘুমাতে পারবেন সেই সকল ইন্টার্নরাই পাবেন ১০  লক্ষ টাকা।  তবে ঘুমানোর সময় সকল ইন্টার্নদের ঘুমাতে হবে ওয়েকফিটের দেয়া ম্যাট্রেসে। স্লিপ ট্র্যাকারের মাধ্যেমে তাদের ঘুমের নানা দিক লক্ষ্য রাখা হবে। সেই অনুযায়ী ভাল ঘুমানোর পরামর্শ দিতে কাউন্সেলিং সেশনও থাকবে। কার্যত এই সকল পরীক্ষায় যারা উত্তীর্ণ  হবেন  তারাই একমাত্র ঘুমের জন্য উপার্জনীয়র টাকা পেতে পারবেন। অন্যথা সকল আত্মত্যাগ বিফলে যাবে আপনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *