লাইফস্টাইল

গ্যাস্ট্রিক সমস্যা মেটাতে সাহায্য করে। বাসী রুটির উপকারিতা

নিউজ ডেস্ক  – অধিকাংশ বাড়িতে দেখা যায় অতিরিক্ত রুটি তৈরি করা হয়ে গেলে অনেক সময় নষ্ট হয়। এমনকি অনেকে বাসি রুটি ঘরে থাকলেও ফেলে দেন। কিন্তু তারা এখানেই ভুল করে। বাসি রুটির মাধ্যমে শরীরে অনেক সময় অনেক সমস্যা দূর হয়। এই তথ্যটি বলছে স্বয়ং চিকিৎসকরাই। বেশ কয়েকটি উদাহরণ দিয়েছেন তারা।  যেমন – 

১) ডায়াবেটিস – ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সবচেয়ে বেশি কার্যকর বাসি রুটি। প্রতিদিন 57 মিনিট দিয়ে রুটি ভিজিয়ে রেখে সেটা খেলে খুব সহজে ডায়াবেটিসের সমস্যা সমাধান হয়।  

২) উচ্চ রক্তচাপ – যে সকল ব্যক্তিদের হাই ব্লাড প্রেসার সমস্যা রয়েছে তারা বাস রুটের দুধের সঙ্গে মিশিয়ে খেলে ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে আসে।  অর্থাৎ খুব দ্রুত শরীর সুস্থ হয়।  

৩) গ্যাস্ট্রিক সমস্যা – অনেক সময় সকালে ঠান্ডা দুধের সঙ্গে বাসি রুটি খেলে গ্যাস কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়। অর্থাৎ পেটের রোগ নিরাময় হয়। 

৪) এনার্জি বাড়ে – দুধ  সর্বদা এনার্জি বৃদ্ধি করতে সাহায্য করে। সেই ক্ষেত্রে দলের সঙ্গে যোগ দিন যোগ করে খাওয়া যায় তাহলে পেশীবহুল শরীর হয়। এবং সারাদিনে এনার্জি পাওয়া যায়।ফেলে দেওয়ার রুটি যেভাবে উপকার দেবে আপনার শরীরের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *