চুল লম্বা করতে পাকা কলা যেভাবে ব্যবহার করবেন
নিউজ ডেস্কঃ চুল মেয়েদের সৌন্দর্য বাড়িয়ে তুলতে সাহায্য করে।তাই মেয়েরা তাদের চুল নিয়ে যথেষ্ট সচেতন থাকে।তারা তাদের চুল দ্রুত বৃদ্ধি করার জন্য নানা রকম জিনিস ব্যবহার করে।কারন লম্বা চুল সব মেয়েরাই পছন্দ করে।তাই লম্বা চুল পাওয়ার জন্য কত কি না করতে হয়।কিন্তু এখন এর এত খাটনির দরকার নেই শুধু কয়েকটি উপকরন ব্যবহার করেই আপনার চুল দ্রুত বৃদ্ধি করতে পারেন।তাহলে জেনে নিন এই উপকরণগুলি ।
চুল দ্রুত লম্বা করার জন্য ২ টো পাকা কলা পেস্ট করে তার সাথে ১ টি ডিমের কুসুম এবং ১ চামচ পাতিলেবুর রস মিশিয়ে একটি হেয়ার প্যাক বানিয়ে নিন।তারপর ওই প্যাকটি ভালো করে মাথার স্ক্যাল্পে এবং চুলে মাখিয়ে রেখে দিন।এরপর একটি প্লাস্টিক দিয়ে মাথা মুড়ে তার উপরে তোয়াল পেচিয়ে রেখে দিন ঘণ্টা খানিকের জন্য।তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।এটি চুল বৃদ্ধি করার পাশাপাশি চুলের জন্য ভীষণ উপকারী।