স্নায়ুতন্ত্র শান্ত রাখতে সাহায্য করে। তেজপাতার তেলের অসাধারন কিছু কার্যকারিতা
নিউজ ডেস্ক: তেজপাতা। বহু পুরা কাল থেকেই এই পাতার ব্যবহার হয়ে আসছে বাঙালি তথা ভারতবর্ষের বেশ কিছু রাজ্যের রান্নায়। এই পাতা শুধু নয় পাশাপাশি এই পাতার তেল স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। সুস্বাদু রান্নায় ব্যবহার করা হয়ে থাকলেও এর একটি আলাদা গুন আছে। তেজপাতা থেকে এক ধরনের তেল হয় যা প্রচুর রোগের সমস্যা সমাধান করার পাশাপাশি ব্যথার উপশমের জন্য কাজ করে থাকে।
তেজপাতার তেল বানানোর জন্য ২৫০ মিলিলিটার অলিভ অয়েল এর সাথে 30 গ্রাম তেজপাতা নিতে হবে। এরপর তেজপাতা গুঁড়ো করে অলিভ অয়েল এর সাথে মিশিয়ে রাখতে হবে। কিন্তু এই তেলটি অন্ধকার জায়গায় রাখতে হবে কারণ বোয়ামে কোন রকম ভাবে আলো যাতে না প্রবেশ করতে পারে।
এই সময় বেশি এই তেলটিকে নাড়াচাড়া করা যায় না। সপ্তাহ দুয়েক রেখে দিতে হবে। মাঝে মাঝে ঝাঁকিয়ে নিতে হবে এবং শেষে একটি স্বচ্ছ সাদা কাপড়ে তেলটিকে ছেঁকে একটি বোতলে ঠান্ডা জায়গায় রেখে দিতে হবে। যাতে কোনরকম ভাবে নষ্ট না হয়ে যায়।
- তেজপাতার তেল খুবই উপকারী। এটি ব্যথা উপশমের জন্য শরীরে খুব কাজে লাগে। মাথা ব্যথা করলে এই তেল ব্যবহার করা যেতে পারে,আবার শরীরের গাঁটে গাঁটে ব্যথা থাকলে এই তেল ব্যবহার করলে খুব আরাম পাওয়া যায়।
- এই তেল আবার রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণের ক্ষমতা বাড়ায়। স্নায়ুতন্ত্র শান্ত রাখতে এবং মানসিক চাপের জন্য এই তেল স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী।
প্রাচীনকালে এই তেলের প্রচলন ছিল। সবার বাড়িতে বাড়িতে এই তেল পাওয়া যেত। শুধুমাত্র স্বাস্থ্যের জন্য নয়, কিভাবে বাড়ির পরিবেশ দূষণ কমানো যায় সেই ক্ষেত্রেও এই তেল ব্যবহার করা হত।