চীন, ভারতবর্ষ, সৌদি ছাড়াও এশিয়ার ১০ টি শক্তিশালী দেশ
নিউজ ডেস্ক – অনেকেরই অনেক অজানা বিষয় জানার জন্য কৌতূহল থাকে। সেরকমই জ্ঞান পিপাসু মানুষদের অন্যতম কৌতুহল হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে এমন কোন কোন দেশ রয়েছে যেগুলি অন্যান্য দেশের জন্য ক্ষমতাসীন ও শক্তিশালী। এই প্রতিবেদনের সেটি উল্লেখ করা হয়েছে।
১) চীন – দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ায় অবস্থিত চীন যথেষ্ট প্রভাবশালী ও উন্নত দেশ। কোভিড পরিস্থিতির কারণে চীনের জনসংখ্যা ও অর্থনৈতিক ভান্ডারের উপর কিছু প্রভাব পরলেও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে চীনা সরকার।
২) জাপান – এইদেশ অর্থ ও শক্তির দিক থেকে যথেষ্ট প্রভাবশালী। এছাড়াও জাপান দাতা দেশ হিসেবে পরিচিত। কারণ ভারত-বাংলাদেশ সহ এমন অনেক প্রতিবেশী দেশ রয়েছে যাদের উন্নয়নে জাপানের ভূমিকা অনস্বীকার্য।
৩) সৌদি আরব – সংখ্যালঘু’ ধর্মের পবিত্র স্থান মক্কা-মদিনা রয়েছে সৌদি আরবে। এছাড়াও পৃথিবীর অন্যতম ধনী রাষ্ট্রের মধ্যে পরিচিত সৌদি আরব। সংখ্যালঘুদের জন্য এই দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
৪) ভারত – চীনের পরেই ভারতকে তুলে ধরা হয়েছে। কারন চীনের মতই এশিয়ার রাজনীতি ও অর্থনীতির জন্য ভারত যথেষ্ট জনপ্রিয়।
৫) দক্ষিণ কোরিয়া – গবেষণা ও প্রযুক্তি অর্থনীতি ও ক্ষমতার দিক থেকে এগিয়ে দক্ষিণ কোরিয়া।
৬) ইসরায়েল – মধ্যপ্রাচ্যের কারিগর হিসেবে এই দেশকে বিবেচনা করা হয়। ইসরাইলও যথেষ্ট প্রভাবশালী।
৭) আরব আমিরাত – পৃথিবীর মধ্যে ধনী রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম আরব আমিরাত। এই দেশে এমন বেশ কিছু শহর রয়েছে যেগুলোর প্রভাব গোটা বিশ্বে।
৮) ইরান – এই দেশের সঙ্গে এমন কয়েকটি দেশের যোগসাজশ রয়েছে যেগুলির সামরিক দিক থেকে যথেষ্ট শক্তিশালী। তবে আমেরিকার কারণে দেশ যথেষ্ট কোণঠাসা হলেও নিজের ঐতিহ্য ও গরিমাকে বজায় রাখতে সক্ষম হয়েছে। দেশ গুলি হল যথাক্রমে – লেবানন, ইরাক, ফিলিস্তিন, ইয়েমেন, সিরিয়া প্রভৃতি।
৯) ইন্দোনেশিয়া – এই দ্বীপ রাষ্ট্রটি বহু বছর ধরেই সাংস্কৃতিক রাষ্ট্র হিসেবে বিবেচিত হয়ে আসছে। এছাড়াও বর্তমানে এইখানকার শক্তি ও সংস্কৃতি পরিকাঠামো ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে যার কারণে এর গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে।
১০) মালয়েশিয়া – উপরিউক্ত দেশগুলির মতোই মালয়েশিয়া পৃথিবীর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি দেশ।
উল্লেখ্য, উপরিউক্ত যে দেশের নাম উল্লেখ করা হয়েছে সেগুলো ছাড়া এশিয়ার অন্যতম প্রভাবশালী দেশ গুলি হল, যথাক্রমে – উত্তর কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর , আমিরাত এবং তুরস্ক।