অফবিট

ইউরোপের ফুসফুস পৃথিবীর কোন দেশকে বলা হয়?

নিউজ ডেস্কঃ ইউরোপের এমন কিছু দেশ আছে যেখানে তাদের আচার ব্যবহার এবং কাজকর্মের কারনে বেশ জনপ্রিয়। বেলারুশ একটি ল্যান্ডলক দেশ হিসেবে পরিচিত। ইউরোপের এই দেশটি বহু ঘন বন জঙ্গলে ভরে রয়েছে তাই বেলারুশকে ইউরোপের ফুসফুস বলা হয়ে থাকে।

বেলারুশের  গাড়ি চালকরা ডানদিক থেকে গাড়ি চালিয়ে থাকে। এখানকার রাস্তায় কোনো বিজ্ঞাপন থাকে না। বিশ্বের বৃহত্তম ড্রাম ট্রাঙ্ক  বেলারুশেই প্রথম তৈরি হয়ে থাকে। এখানে খুব কম দরিদ্র মানুষ দেখা যায় কারণ এখানকার অর্থনৈতিক খুবই উন্নত।

এদেশে যারা ছোট বাচ্চা তাদেরকে জিজ্ঞাসা যদি করা হয় তারা বড় হয়ে কি হতে চায়?  তাহলে তারা বেশিরভাগই বলে তারা প্রোগ্রামার হতে চায় কারণ এদেশের প্রোগ্রামের সংখ্যা খুবই বেশি। তাই বেলারুশকে বলা হয় পূর্ব ইউরোপের সিলিকন ভ্যালি।

রূপচর্চার কথা যদি বলা হয় তাহলে বেলারুশের মহিলাদের বলা হয়ে থাকে। কারণ এরা রূপচর্চা করতে খুব ভালবাসে, তাই এরা খুব সুন্দরী হয়ে থাকে। বিশ্বের দশম স্থান অধিকার করেছে এই বেলারুশের সুন্দরী মহিলারা।

এরা সুন্দরী হওয়ার পাশাপাশি লাজুক প্রকৃতির হয়ে থাকে, পরিচিত লোক ছাড়া যেকোনো মানুষের সাথে সহজে মিশতে পারে না। এখানকার মেয়েদের উচ্চতায় অনেক বেশি হয়। এখানে কোন ব্যক্তি পাবলিক প্লেসে নগ্ন হলে কঠোর শাস্তি প্রদান করা হয়।

বেলারুশে বিয়ের সময় বিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করে থাকে মেয়েরা। এমনকি সব জায়গায় ছেলেরা যেরকম খাবার পরিবেশন করে, বেলারুশে ঠিক উল্টোটা এখানে মেয়েরা খাবার পরিবেশন করেন এবং মেয়েরা টেবিল সাজিয়ে থাকে। বেলারুশে দুইবার ক্রিসমাস উদযাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *