অফবিট

বিষ্ণুদেবকে তুলসী দেবী কেন অভিশাপ দিয়েছিলেন?

নিউজ ডেস্কঃ তুলসী দেবী যাকে হিন্দু ধর্ম অনুযায়ী খুব পবিত্র বলে মানা হয়। এই তুলসী ছাড়া কোন পুজোয় সম্পূর্ণ হয় না বিশেষ করে তো বিষ্ণুর পুজো। মনে করা হয় বিষ্ণু দেবের অতি প্রিয় তুলসী দেবী। এই জন্য সবসময় তাঁর চরণে তুলসী পাতা থাকে।  তবে আপনারা কি জানেন যে তুলসী দেবীর অভিশাপের কারণে বিষ্ণুদেব শাল গ্রামে পরিণত হয়েছিল। কিন্তু প্রশ্ন হল যে কেন তুলসী দেবী বিষ্ণুদেবকে অভিশাপ দিয়েছিলেন?

পৌরাণিক কাহিনীর অনুযায়ী,

তুলসী দেবী যার আরেকটি নাম হল বৃন্দা। বৃন্দার জন্মগ্রহণ করেছেন দৈত্য বংশে এবং তিনি শৈশব কাল থেকে ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন।তার বিবাহ হয়েছিল রাক্ষস বংশের রাজা জলন্ধরের সাথে।বৃন্দা ছিলেন এক পতিব্রতা নারী।একবার দেবতা এবং রাক্ষসদের মধ্যে প্রবল যুদ্ধ শুরু হয়েছিল। সেই যুদ্ধে জলন্ধরকে কোন দেবতা হারাতে পারছিলেন না।কারন বৃন্দা  তার স্বামীর মঙ্গল কামনায় পুজো করছিলেন এবং তিনি সংকল্প নিয়ে ছিলেন যে  তার স্বামী বিজয় লাভ করে ফেরা না পর্যন্ত  সে তার পুজো বন্ধ করবে না।এর ফলে সমস্ত দেবতারা জলন্ধরের কাছে পরাস্ত হয়ে সহায়তার জন্য ভগবান বিষ্ণুর কাছে গেলেন।এরপর ভগবান বিষ্ণুর দেবতাদের সাহায্য করার জন্য জলন্ধর রূপ নিয়ে বৃন্দার প্রাসাদে যান।স্বামীকে দেখে বৃন্দা তার পুজো থেকে উঠে যায়।এরফলে বৃন্দার সংকল্পটি ভেঙে যায়।এবং বৃন্দার সংকল্প ভেঙে যাওয়ার ফলে দেবতারা জলন্ধরকে হত্যা করেন।বৃন্দা যখন এই সমস্ত ঘটনাটি জানাতে পারেন তখন স্বামীর মৃত্যুতে এবং তার সাথে প্ররোচনা করার কারনে ভগবান বিষ্ণুর উপর  ক্রোধিত হয়ে তাঁকে অভিশাপ দেন তাত্‍ক্ষণিক প্রস্তর হয়ে যাওয়ার।আর এইভাবেই ভগবান বিষ্ণু প্রস্তরখন্ডে পরিণত হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *