কটন বাড ব্যবহারের আগে সাবধান!
নিউজ ডেস্কঃ আপনারা কি কটন বাডের সাহায্যে কান খোঁচানোর? তাহলে নিজেদের অজান্তেই বিপদ ডেকে নিয়ে আসছেন।তাই অভ্যাসটি আপনাদের থাকলে তা এখুনি ত্যাগ করুন।কারন বিশেষজ্ঞরা বলেন যে কটনবাডের সাহায্যে কান খোঁচানো মোটেই সুঅভ্যাস নয়।এতে বিপদ হতে পারে আপনাদের।তাই আগে থেকেই সতর্ক হন এবং জেনে নিন এর ক্ষতিকারক দিক।
- কানের ময়লা বের করার জন্য কটন বাড ব্যবহার করা হয়। কিন্তু এটি ময়লা বের করার বদলে আরও বেশি ভিতরে ঢুকে যায়।
- কটন বাড ব্যবহার করলে এই ময়লা কানের পর্দার আরও কাছে পৌঁছে।তাই এই কটন বাডের সাহায্য কানের ভিতরের ময়লা যতটা না বের হয়, তার থেকে বেশি ভিতরেই থেকে যায়।
- কটন বাড ব্যবহার করলে কানে ক্ষত সৃষ্টি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
- কটন বাড দিয়ে কানের ময়লা পরিষ্কার করতে গিয়ে আঘাত লাগলে কানের পর্দা ফেটে যেতে পারে।
- এছাড়াও কানের হাড় ভেঙে যাওয়ার আশঙ্খাও থেকে যায়।
- এই কটন বাড ব্যবহার করার ফলে শোনার ক্ষমতাও হারাতে পারেন।
- এই সবের ফলে শরীরের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। তাই কানে বাড ব্যবহার করবেন না।এতে আপনাদের বিপদ হতে পারে।তাই আগে থেকেই সাবধানটা অবলম্বন করুন।