ত্বকের সমস্যা মেটাতে মধু এবং লেবুর ব্যবহার যেভাবে করবেন
নিউজ ডেস্কঃ সূর্যের তাপ থেকে ত্বকে বাঁচাতে সানস্ক্রিম ব্যবহার করাটা জরুরী বিশেষ করে গরমকালে।তাই ত্বকের জন্য সানস্ক্রিম ব্যবহার করাটা জরুরী।কিন্তু বাইরের সানস্ক্রিম ব্যবহার করা মানে তাতে কেমিক্যাল থাকে।যা আমাদের ত্বকের পক্ষে ভালো নয়।তাই বাইরের সানস্ক্রিম ব্যবহার করার বদলে ঘরেই বানিয়ে ফেলুন সানস্ক্রিম যা সূর্যে তাপ থেকে ত্বকে বাঁচানোর পাশপাশি ত্বকের পক্ষে ভালো। তাহলে জেনে নিন ঘরোয়া কিছু সানস্ক্রিম সম্পর্কে।
হলুদ ও বেসন– একটি পাত্রে ১ চামচ বেসন নিয়ে তাতে ১ চা চামচ হলুদ গুঁড়ো এবং কাঁচা দুধ ও জল মিশিয়ে নিয়ে ত্বকে লাগিয়ে রেখে দিন।তারপর শুকিয়ে গেলে জল দিয়ে মুখ ধুয়ে নিন।এটি সানস্ক্রিম হিসাবে কাজ করার পাশাপাশি ত্বকের পক্ষেও ভালো।
চন্দন
রূপচর্চায় চন্দনের ব্যবহারের জুরি মেলা ভার।তাই একটি পাত্রে চন্দন গুঁড়ো নিয়ে তাতে গোলাপজল ভালো করে মিশিয়ে নিয়ে মুখে লাগান।এতে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করবে।
ভেষজ স্ক্রাব– আমাদের ত্বকের জন্য স্ক্রাব করাটা খুবই প্রয়োজনীয়।তাই প্রাকৃতিক উপায়ে একটি স্ক্রাবার বানিয়ে নিন।এর জন্য একটি পাত্রে ১ টেবিল চামচ চালের আটা নিয়ে তাতে চন্দন গুঁড়ো, ১ চামচ দুধের গুঁড়ো, ১ চামচ বেসন নিয়ে পরিমান মতো গোলাপজল মিশিয়ে একটি মিশ্রন বানিয়ে নিন।তারপর ওই মিশ্রনটি দিয়ে স্ক্রাব করুন।এতে ত্বক মৃত কোষ দূর হওয়ার পাশপাশি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করবে।
মধু এবং লেবু– মধু আমাদের ত্বকের পক্ষে খুব উপকারি একটি উপকরন।এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের দাগ দূর করতে সাহায্য করে।এছাড়াও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে একটি পাত্রে ১ চামচ মধু নিয়ে তাতে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ত্বকে লাগিয়ে রেখে দিন ১৫ মিনিটের জন্য।তারপর মুখ ধুয়ে ফেলুন।এতে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ত্বক কোমল হবে।
ভেষজ প্যাক– এই প্যাকটি ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করবে।এর জন্য একটি পাত্রে ১ চামচ বেসন নিয়ে তাতে ১ চিমটি হলুদ গুঁড়ো, কয়েক ফোঁটা লেবুর রস এবং কাঁচা দুধ অথবা গোলাপজল নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মুখে ভালো করে লাগিয়ে রেখে দিন।তারপর ১০ মিনিট পর জল দিয়ে মুখ ধুয়ে নিন।এতে ত্বকের মৃত কোষ দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করবে।