অফবিট

ভ্যাটিকান সিটিতে পোপ নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে জানা আছে?

নিউজ ডেস্কঃ রহস্য আমাদের কার না ভালো লাগে? পৃথিবীর চতুর্দিক রয়েছে হাজারো রহস্যে মোড়া। মন চায় সবসময় কোন না কোন রহস্যের কিনারা করতে।পৃথিবীতে কিন্তু রয়েছে এরকমই বেশ কিছু রহস্যময় জায়গা । বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে মানুষের কৌতূহলী মন অনেক অজানা রহস্যের উত্তর পেয়েছে ঠিকই তবে,এই 2020 সালেও মানুষ কিন্তু পারেনি ভ্যাটিকান সিক্রেট আর্কাইভ এর রহস্য উন্মোচন করতে।

পৃথিবীর ইতিহাসে অনেক পটপরিবর্তন ও। পূর্ণ ঘটনাপ্রবাহের সাক্ষী খ্রিস্টানদের পবিত্র নগররাষ্ট্র ভ্যাটিকান। ভ্যাটিকান সিটির প্রত্যেক কোনায় রয়েছে রহস্য তবে এই ভ্যাটিকান সিটির সবচেয়ে রহস্যময় জায়গা হল ভ্যাটিকান সিটি আর্কাইভ সংগ্রহশালা। এই জায়গা থেকে বলা হয় “তোর হাউস অফ সিক্রেট” অর্থাৎ গোপনীয়তার  সংগ্রহশালা।

এই সংগ্রহশালায় সাধারণ মানুষ তো দূরের কথা,ভ্যাটিকান সিটির বড় বড় পন্ডিত ঢোকার অনুমতি পান না। কম সংখ্যক মানুষেরই এখানে ঢোকার সৌভাগ্য হয় বা হয়েছে। তাও আবার পোপের অনুমতি ছাড়া একেবারে অসম্ভব। অত্যন্ত সুরক্ষিত এই জায়গাটিকে পবিত্রতার দিক থেকেও এক আলাদা গুরুত্ব দেওয়া হয়। এখানে প্রায় 84 হাজার বই আছে এবং এই জায়গাটি প্রায় 84 কিমি দীর্ঘ। মনে করা হয় যে খ্রিস্টান মিশনারি, এ গান ও প্রাচীন বিভিন্ন ধর্মের অসংখ্য গোপনীয় তথ্য এখানে সংরক্ষিত আছে। অনেকেই মনে করেন যে এখানে এমন কিছু গোপনীয় তথ্য আছে যীশু খ্রীষ্ট বা ভ্যাটিকান সম্পর্কিত অনেক ধারনা পাল্টে দিতে পারে।যার কারণে এই জায়গার এত গোপনীয়তা।কিন্তু সাধারন মানুষের প্রবেশাধিকার না থাকার কারণেই রহস্য এখনো ভেদ করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *