হার্ট ভালো রাখতে সক্ষম। পোস্ত খাওয়ার অসাধারন ৮ টি উপকারিতা
নিউজ ডেস্কঃ পোস্ত আমরা নানান ধরনের আইটেম বানিয়ে খায় যেমন ঝিঙে পোস্ত, আলু পোস্ত, পোস্ত বাটা ইত্যাদি। এ পোস্ত দিয়ে তৈরি আইটেমগুলি আমরা খুবই ভালোবাসি। তাই পোস্ত যেমন এইসব রান্না টেস্ট বাড়িয়ে তোলে ঠিক তেমনি পোস্ত আমাদের অনেক উপকার করে থাকে। কারণ পোস্ত তে থাকে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তাহলে জেনে নিন আমাদের শরীরের জন্য কতটা উপকারী।
পোস্ত আমাদের এনার্জি বাড়িয়ে তুলতে সাহায্য করে কারণ পোস্ততে থাকে কার্বোহাইড্রেট।
পোস্তর পুষ্টিকর উপাদান ব্রেইন কে সচল রাখতে সাহায্য করে।
পোস্ততে উপস্থিত ক্যালসিয়াম, আয়রন, কপার আমাদের শরীরের ঘাটতি মেটাতে বিশেষভাবে সাহায্য করে।
পোস্ত হার্ট ভালো রাখতে সক্ষম।
পোস্ত হজম শক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করে।
পোস্ত পেট ঠাণ্ডা রাখতেও কার্যকর।
পেটে ব্যথা করলে পোস্ত বাটা খান। এতে ব্যথা কমতে সাহায্য করবে।
সর্দি কাশি থেকে মুক্তি পেতে পোস্তর সাথে মধু মিশিয়ে খেতে পারেন।এতে উপকার পাবেন।