রক্তচাপ জনিত সমস্যা দেখা দিতে পারে। টমেটো বেশী পরিমাণে না খাওয়াই ভালো
নিউজ ডেস্কঃ আমরা সবাই জানি যে টমেটো খাওয়া আমাদের শরীরে পক্ষে উপকারি। কারন এতে পুষ্টিগুনে ভরপুর।কিন্তু আপনারা কি জানেন যে টমেটো আমাদের শরীরে পক্ষে যতটা উপকারি ঠিক ততটায় ক্ষতিকারক অতিরিক্ত পরিমাণে খাওয়া।তাই উপকারিতা পাওয়ার জন্য অতিরিক্ত পরিমাণে টমেটো খাওয়া মোটেই উচিৎ নয় কারন এতে উপকারের বদল ক্ষতি হয় আমাদের শরিরের।তাই আপনার যদি অতিরিক্ত পরিমাণে টমেটো খান তাহলে তা আপনাদের শরীরের জন্য খুব ক্ষতি ডেকে আনছে।কারন এর ফলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন আপনারা।তাই অতিরিক্ত টমেটো খাওয়ার ক্ষতিকারক দিকগুলি জেনে নিন আর সতর্ক হন।
পেটের সমস্যা : অতিরিক্ত টমেটো খাওয়ার ফলে পেটের সমস্যা দেখা দিতে পারে। তাই অতিরিক্ত টমেটো খাবেন না কারন এতে পেট ফাঁপার সমস্যা দেখা দিতে পারে এমনকি ডায়রিয়া পর্যন্ত হতে পারে।
অ্যাসিড রিফ্লেক্স : আপনি কি অ্যাসিডিটির সমস্যা ভোগেন? তাহলে টমেটো খুবই কম পরিমাণে খাওয়া খাবেন।কারন বেশি পরিমাণে টমেটো খেলে অ্যাসিডিটির সমস্যা বেড়ে যাতে পারে।
কিডনিতে পাথরের সমস্যা : টমেটোয় থাকা অক্সালেট উপাদান যা কিডনিতে পাথর সৃষ্টি করতে সহায়ক একটি উপাদান।এছাড়াও টমেটোতে পটাসিয়াম উপাদানটি থাকে।আর কিডনিজনিত সমস্যা থাকলে এই পটাসিয়াম সমৃদ্ধ খাবার না খাওয়ায় ভালো।তাই কিডনিজনিত কোন সমস্যা থাকলে তাদের টমেটো না খাওয়ায় ভালো।
রক্তচাপ জনিত সমস্যা : যাদের রক্তচাপজনিত সমস্যা আছে তাদের টমেটোয় বেশি পরিমাণে না খাওয়ায় ভালো।কারন এতে সোডিয়াম থাকে যা শরীরে বেশি হলে রক্তচাপ বৃদ্ধির সম্ভাবনা থাকে। কাঁচা টমেটো সোডিয়ামের পরিমাণ কম থাকে তাই কাঁচা টমেটো অল্প পরিমাণে খেলেও খেতে পারেন। কিন্তু টমেটো দিয়ে স্যুপ খাবেন না কারন এই স্যুপ বানানোর সময় যে সকল ধাতুজনিত উপকরণ ব্যবহার করা হয় তা আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক।
অ্যালার্জির সমস্যা :এছাড়াও অতিরিক্ত টমেটো খাওয়ার ফলে নানান ধরনের সমস্যা যেমন-অ্যালার্জি, একজিমা, ফুসকুড়ি, চুলকানি, গলা ব্যথা এবং মুখ ফোলাভাব হওয়ার ইত্যাদি দেখা দিতে পারে।তাই যাদের অ্যালার্জিজনিত সমস্যা আছে তাদের পক্ষে টমেটো খাওয়া উচিৎ নয়।