নখের যত্ন নিতে যা করা উচিৎ
নিউজ ডেস্কঃ দাগহীন উজ্জ্বল নখ পেতে চান? তাহলে ব্যবহার করুন হট অয়েল ম্যানিকিওর।তবে এর জন্য আপনাদের সালোঁতে যাওয়া প্রয়োজন নেই।কারন এটি আপনারা বাড়ি বসেই বানিয়ে ফেলতে পারবেন।তাই এবার থেকে নখের যত্ন আপনারা বাড়িতে বসেই নিতে পারবেন। কীভাবে হট অয়েল ম্যানিকিওর বাড়িতে তৈরি করবেন জেনে নিন।
- প্রথমে একটি পাত্রে সানফ্লাওয়ার অয়েল নিয়ে তাতে অলিভ অয়েল, অল্প পরিমাণে আমন্ড অয়েল, ভিটামিন ই অয়েল, টি ট্রি অয়েল সব উপকরন নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ৩০ সেকেন্ডের জন্য গরম করুন নিন আগুনে।
- এরপর ওই মিশ্রনের মধ্যে ভিটামিন ই ক্যাপসুল কেটে নিয়ে মিশিয়ে দিন।
- উষ্ণ গরম অবস্থায় ওই মিশ্রনের মধ্যে হাতের নখ ভিজিয়ে রাখুন, তেল ঠান্ডা না হওয়া পর্যন্ত।
- এই ট্রিটমেন্টটি নখের জন্য খুবই কার্যকর একটি পদ্ধতি , আপনারা চাইলে আবারও ওই তেল উষ্ণ গরম করে নিয়ে তার মধ্যে নখ ভিজিয়ে রাখতে পারেন।
- এরপর অল্প তেল হাতের তালুতে নিয়ে ভালো করে হাতের ত্বকে ম্যাসাজ করুন।
- তারপর হাত জল দিয়ে ধুয়ে ফেলে একটি পরিষ্কার তোয়ালে দিয়ে মুছে ফেলুন। সপ্তাহে মধ্যে অন্তত দুবার রাতে শোয়ার আগে এ পদ্ধতিতে ম্যানিকিওর করবেন।
- হাত ধোয়া হয়ে গেলে হাতে ময়েশ্চারাইজ লাগাবেন।