ঘরোয়া পদ্ধতিতে আঁচিলের সমস্যা দূর করার নিয়ম
আজকালকার প্রতিদিনের ব্যস্ত জীবনে নিজের শরীর চর্চা করার সময় খুব কম লোকই পান। তার উপর যে হারে দূষণ বাড়ছে এটি মানুষের ত্বক ও শরীর উভয়ের উপরই প্রভাব ফেলছে। এর কারণের মানুষের জীবনে নানা ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। এমনই একটি সমস্যা হল ব্রণ। আমাদের মা, কাকিমাদের সময়ে এতো ত্বকের সমস্যা চোখে পড়তো না। কারন সেই সময় স্বাভাবিকভাবেই দূষণ খুবই কম পরিমাণে পরিবেশে ছিল। ব্রণের পাশাপাশি আরও একটি সমস্যা নজরে পড়ে সেটি হল আঁচিলের সমস্যা।
অনেকেরই মুখে অথবা গলায় আঁচিল দেখা যায়। অনেকে এটি নির্মূল করার জন্য অনেক ডাক্তার দেখিয়ে থাকেন এবং অনেক ধরনের ওষুধও খেয়ে থাকেন। কিন্তু তাও পুরোপুরি ভাবে নির্মূল করতে পারেন না। যখন কোনো ওষুধেই কোনো কাজ হচ্ছে না তখন যাদের আঁচিলের সমস্যা আছে তারা এই ঘরোয়া টোটকা একবার ব্যবহার করে দেখতেই পারেন। যেমন-
অ্যাসপিরিন- অ্যাসপিরিন কমবেশি অনেকের বাড়িতেই থাকে। আঁচিলের সমস্যা থেকে রেহাই পেতে অ্যাসপিরিন গুঁড়ো করে তার সাথে কয়েক ফোঁটা জল মিশিয়ে আঁচিলে লাগিয়ে, সেই জায়গাটা গজ কাপড় দিয়ে কয়েক দিন ঢেকে রাখতে পারেন।
ভিটামিন ই ক্যাপসুল- তাই সমস্ত ওষুধের দোকানে ভিটামিন ই ক্যাপসুল কিনতে পাওয়া যায়। ফেস প্যাক অথবা হেয়ার প্যাক তৈরি করার সময় এটি ব্যবহার করা হয়ে থাকে। আঁচিলের সমস্যা দূর করতে এটি ব্যবহার করা যেতে পারে।
কলার খোসা- কলার খোসা আঁচিলের উপর রেখে একটা কাপড় দিয়ে ঢেকে রাখার কয়েকদিন পর দেখবেন আঁচিলের সমস্যা দূর হবে।