অফবিট

অলৌকিক শিব লিঙ্গের উচ্চতা প্রতিদিন বাড়ছে। ভারতবর্ষের কোন রাজ্যে রয়েছে এই বিস্ময়?

ভারতবর্ষের এমন কিছু মন্দির আছে যেসব মন্দিরকে ঘিরে রয়েছে নানা রহস্য এবং আশ্চর্য ঘটনা।যার ব্যাখ্যা বৈজ্ঞানিকরাও দিতে পারে না।ঠিক এই রকমই একটি শিব মন্দিরের কথা বলবো যা ভারতবর্ষের মধ্যেই অবস্থিত।এবং এই মন্দিরে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটে যার ব্যাখ্যা  বৈজ্ঞানিকরাও দিতে পারেন নি।এবং আপনারাও জানলে অবাক হবে।সেটি হল জীবন্ত শিবলিঙ্গ।হ্যাঁ ঠিকই শুনছে যে জীবন্ত শিব লিঙ্গ এই ভারতবর্ষের মধ্যে একটি মন্দিরে আছে।তাই এই শিব লিঙ্গ সম্পর্কে আপনাদের জানাবো এমনকিছু তথ্য যা জানলে আপনারা অবাক যাবেন।

মহারাষ্ট্রে খাজুরাহতে অবস্থিত মাতঙ্গেশ্বর মন্দির।এই মন্দিরের রয়েছে একটি অলৌকিক শিব লিঙ্গ যার উচ্চতা দিন দিন বেড়েই চলেছে।হ্যাঁ ঠিকই শুনছেন।যেহেতু এই লিঙ্গটির উচ্চতা বাড়ে তাই এই লিঙ্গটিকে জীবন্ত ধরা হয়।এই শিব লিঙ্গের উচ্চতা প্রায় ৯ ফুট মাপা হয়েছে এবং বলা হয়ে থাকে এই শিব লিঙ্গ যতটা মাটির উপরে ঠিক ততটায় মাটির নিচে রয়েছে।এই শিব লিঙ্গ প্রত্যেক বছর প্রায় ১ ইঞ্চি করে বাড়তে থাকে।এই মন্দিরের পূজারি প্রত্যেকবছর এই শিব লিঙ্গের উচ্চতা মাপে এমন কি প্রত্নতাত্ত্বিকবিদরা প্রত্যেকবছর এই মন্দিরে আসে এই শিব লিঙ্গটির উচ্চতা মাপতে।এমন কি বলা হয় যে এই শিব লিঙ্গতি শুধু মাটির উপরে এর উচ্চতা বাড়ছে তা নয় এটি মাটির নিচেও ঠিক ততটায় উচ্চতা বাড়ছে।তার এই রকম অলৌকিক ঘটনার জন্য এই শিব লিঙ্গটিকে জীবন্ত শিব লিঙ্গ হিসাবে ধরা হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *