অফবিট

করোনা নামের গ্রাম পৃথিবীর কোথায় রয়েছে জানেন?

নিউজ ডেস্ক  – সম্প্রতি গোটা বিশ্বে নিজের আধিপত্য বিস্তার করে রয়েছে করোনা মহামারী। যে দেশে চোখ পড়ে সেই দেশেই খালি আক্রান্ত ও মৃত্যুর মিছিল দেখা যায়।  কিন্তু বর্তমানে এমন একটি দেশ রয়েছে যার একটি গ্রামের নামই হচ্ছে করোনা। বর্তমানে এমন মহামারীর কারণে সম্প্রতি গ্রামের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন সেখানকার প্রশাসন।  

এমন আজব নামের গ্রামটি রয়েছে অস্ট্রিয়ার আউটপোস্ট পাহাড়ের পাদদেশে সেন্ট করোনা নামে গ্রামটি। এই গ্রাম তথা দেশটি মূলত প্রাকৃতিক সৌন্দর্য থাকার কারণে পর্যটক প্রতিবছরই আনাগোনা করে।  মূলত দেশের অর্থনীতি সম্পূর্ণ নির্ভর করে পর্যটকদের উপর।  কিন্তু কোভিডের কারণে  প্রায় দু’বছরে স্তব্ধ হয়ে গিয়েছিল দেশের পর্যটন শিল্প। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই সেই পুরনো চিরচেনা চিত্র ফিরে আসছে আস্তে আস্তে। কিন্তু গ্রামের এই নাম থাকার কারণে রীতিমতো অস্বস্তিতে পড়েছে দেশের সরকার সহ গ্রামবাসীরা।  তাই বর্তমানে  গ্রামের নাম পরিবর্তন করার জন্য মরিয়া হয়ে উঠেছেন  ‘সেন্ট করোনা’র মেয়র মাইকেল গুরুবও সহ  গ্রামবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *