রূপচর্চায় অ্যালোভেরা জেলের ব্যবহার করবেন যেভাবে
নিউজ ডেস্ক: ব্ল্যাক হেডসের সমস্যা যেন মুখের সৌন্দর্যতাকে কেড়ে নেয়।তাই এই একটি চিন্তার কারন হয়ে উঠেছে। তবে চিন্তা করার আর দরকার নেই।কারন এই সমস্যা সমাধান করতে পারবেন আপনারা ঘরে বসেই ঘরোয়া উপকরণ দিয়ে। যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তাই ঘরোয়া পদ্ধতিতে দূর করুন ব্ল্যাক হেডসের সমস্যা।ব্ল্যাক হেডস দূর করার ঘরোয়া পদ্ধতিগুলি হল –
১) ডিমের সাদা অংশ- ব্ল্যাক হেডস দূর করতে ডিমের সাদা অংশ খুবই কার্যকরী। ব্ল্যাক হেডস-এর ওপর ডিমের সাদা অংশ লাগিয়ে রেখে দিন।শুকিয়ে গেলে ভালো ধুয়ে ফেলুন। এটি ব্ল্যাকহেডস কমাতে সাহায্য করবে।
২) লেবু-চিনির মিশ্রণ- ব্ল্যাক-হেডস-এর থেকে মুক্তি পেতে হলে লেবুর রসের সাথে চিনি মিশিয়ে ওই স্থানে ঘষুন ১০-১২ মিনিট পর্যন্ত। তারপর ভালো ধুয়ে নিন মুখ।
৩) দারচিনি- একটি পাত্রে ১ চামচ দারুচিনি গুঁড়া নিয়ে তার মধ্যে লেবুর রস মিশিয়ে নিন।এরপর ওই মিশ্রণটি দিয়ে ভালো করে কিছুক্ষণ মুখে স্ক্রাব করুন। ২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।এতে এই সমস্যা দূর হবে।
৪) অ্যালোভেরা জেল- রূপচর্চায় অ্যালোভেরা জেলের জুড়ি মেলা ভার। তাই ব্ল্যাক হেডস হোক বা হোয়াইট হেডস উভয় সমস্যা দূর করতে ব্যবহার করুন অ্যালোভেরা। ১০ মিনিট ধরে মুখে লাগিয়ে রেখে দিন অ্যালোভেরা জেল।তারপর মুখে ধুয়ে ফেলুন।
৫) নারকেল তেল- ঘুমাতে যাওয়ার আগে রোজ মুখে লাগান নারকেল তেল।এতে ত্বকের ওপেন পোরসগুলিতে ময়লা জমতে পারে না। যার ফলে ব্ল্যাক হেডস হওয়ার সম্ভাবনা হ্রাস পাবে।
