ভারতীয়দের সংখ্যা বেশী। ঘুরে আসুন গায়না থেকে
নিউজ ডেস্ক: কোন দেশে আত্মহত্যার সংখ্যা সবথেকে বেশি জানেন? গায়না দক্ষিণ আমেরিকার উত্তর উপকূলে অবস্থিত। গায়না একটি আদিবাসী আমেরিকান শব্দ যার অর্থ জলের দেশ। দেশটির সরকারি নাম কোপারেটিভ রিপাবলিক অফ গায়ানা। দেশটির রাজধানী হল জর্জ টাউন। এবং এর সরকারি ভাষা ইংলিশ।
গায়না দেশ সম্পর্কে কিছু অজানা তথ্য হলো
1. গয়না দক্ষিণ আমেরিকার একটি ছোট দেশ যার অধিকাংশ লোক ভারতীয়।
2. এই দেশে অধিক পরিমাণে নদী থাকায় একে নদীর দেশ ও বলা হয়।
3. এই দেশের মোট জনসংখ্যার 36% আফ্রিকান এবং অর্ধেকের বেশি সংখ্যক লোক ভারতীয় দেশের।
4. গোয়ানা দেশে যেসকল ভারতীয়দের পাওয়া যায় তাদের ব্রিটিশ আমলে গোয়ানা দেশে নিয়ে যাওয়া হয়েছিল।
5. এই দেশটিতে আত্মহত্যার সংখ্যা অনেক বেশি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর মতে এই দেশটিতে সবথেকে বেশি আত্মহত্যা হয়। 1978 সালে ঘটা আত্মহত্যা সবথেকে ভয়ঙ্কর ঘটনা বলা যেতে পারে।
6. এই দেশের মানুষ ক্রিকেট খুব পছন্দ করে এবং এখানকার বেশিরভাগ খেলোয়াড় ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে জড়িত। এখানকার কিছু জনপ্রিয় খেলোয়াড় হলো ক্লাইভ লয়েড, শিব নারায়ন চন্দ্র পাল, কলএন স্টুআর, কাল হুপার প্রমূখ
7. গোয়ানাই বলা গুইনিজ ভাষা আসলে ভারতীয় হিন্দি ও ভোজপুরি ভাষার মিশ্রণ।
8. মহাত্মা গান্ধীকে যেমন ভারতের রাষ্ট্রপিতা বলা হয় তেমন ছেদি জগন কে গোআনার রাষ্ট্রপিতা বলা হয় যিনি ছিলেন একজন ভারতীয় বংশোদ্ভূত।
9. এদেশের 60 শতাংশ ভূমি জঙ্গলে ঘেরা। যার মধ্যে কিছু কিছু এলাকায় এখনো মানুষে প্রবেশ করতে পারেনি।
10. ভারতীয়দের সংখ্যা এই দেশে বেশী হওয়ায় এখানে ভারতীয় সংস্কৃতির লক্ষ্য করা যায়। অন্য সকল আমেরিকান দেশগুলির মধ্যে এখানে লাভ ম্যারেজ থেকে অ্যারেঞ্জ ম্যারেজ করতে মানুষ বেশি পছন্দ করে।