লাইফস্টাইল

চুলের সমস্যা মেটাতে আমলকির ব্যবহার

আমরা সকলেই কমবেশি জানি, চুলের যত্নে আমলকির জুড়ি মেলা ভার।কারণ বাড়তি পুষ্টির জন্য বিভিন্ন তেলে আমলকির রস যোগ করা হয়। আমলকি ত্বক ও চুলের যত্নে বিশেষ উপকারী। এটি চুলের গোড়া মজবুত রাখে, চুল উজ্জ্বল করে। আমলকিতে আছে প্রচুর ভিটামিন সি। এই ভিটামিন চুলের জন্য ভালো।

আসুন তাহলে দেখে নেওয়া যাক চুল সুন্দর ও সুস্থ রাখতে আমলকির উপকারিতা-

  • আমলকি বা আমলা তেল:

            আমলকি বা আমলা তেল দিয়ে মাথার তালু এবং  চুলের গোড়ায় মালিশ করলে  চুলের ফলিকল মজবুত হয়, চুল পড়া কমে যায়। নিয়মিত ম্যাসাজে রক্ত চলাচল ভালো হয়, ফলে চুলের বৃদ্ধিও হয়।

আমলকির অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণও রয়েছে যা খুসকি আর চুলকানি থেকে স্ক্যাল্পকে রক্ষা করে। ব্যবহার করার আগে তেল সামান্য গরম করে নেওয়া ভালো। সপ্তাহে দু’ দিন ব্যবহার করা যেতে পারে। 

  • আমলকি আর দই দিয়ে তৈরি হেয়ার মাস্ক:

               চুলের গোড়া শক্ত করতে ও চুল ওঠা বন্ধ করতে ব্যবহার করতে পারেন এই মাস্কটি। দু’ চা চামচ আমলা পাউডার নিয়ে তাতে সামান্য গরম জল মিশিয়ে পেস্ট তৈরি  করতে হবে। এবার এতে মেশাতে হবে এক চা চামচ মধু আর দু’ চা চামচ টক দই। ভালো করে সব উপকরণ মিশিয়ে নিয়ে চুলে মেখে নিতে হবে।

30 মিনিট রেখে হালকা গরম জল দিয়ে ভালোভাবে চুল ধুয়ে ফেলতে হবে।

  • আমলা হেয়ার টনিক:

              চুলের গোড়ায় টাটকা আমলকির রস লাগালে কোলাজেনের মাত্রা বৃদ্ধি পায় আর চুলের বৃদ্ধিও হয় চমৎকার। মিনিট পাঁচেক চুলের গোড়ায় এই রস দিয়ে মালিশ করে 10 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। তারপর ভালো কোনও  মোলায়েম শ্যাম্পু আর ঈষদুষ্ণ জলে চুল ধুয়ে ফেলতে হবে। 

  • আমলা হেয়ার ওয়াশ:

              যাঁদের চুল অকালে পেকে যাচ্ছে, তাঁরা আমলকি ব্যবহার করে দেখতে পারেন। আমলকি একদিকে যেমন চুল ঘন কালো রাখে, তেমনি ম্যাড়মেড়ে শুকনো চুলে উজ্জ্বলতাও ফিরিয়ে আনতে পারে। প্রথমে কয়েকটা আমলকি টুকরো করে কেটে জলে দিয়ে 30 মিনিট ফুটিয়ে নিতে হবে। ফুটে গেলে ঠান্ডা করে জলটা ছেঁকে নিতে হবে। এবার এই মিশ্রণ দিয়ে চুল ধুয়ে ফেললেই অনেক উপকার পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *