পৃথিবীর কোন পাখী আস্ত কুমিরকে গিলে খেতে পারে?
নিউজ ডেস্কঃ পৃথিবীতে এমন কিছু পাখী আছে যাদের ক্ষমতা দেখলে অবাক হবেন। তবে সচরাচর চোখে পরেনা আমাদের। তেমনই একটি পাখী হল সারস। এই প্রজাতির এই পাখিটির নাম শোবিল। এদের ঠোঁট অনেক বড় হয় আর এই ঠোঁট দিয়ে তারা একটি আস্ত কুমির কে চিবিয়ে ফেলতে পারে। এই ঠোঁট লম্বা থাকার জন্য তার নাম শোবিল। এই পৃথিবীতে যত ভয়ংকর পাখী আছে তার মধ্যে শোবিল অনেক বেশি ভয়ংকর।ধূসর র বাদামী রঙের এই পাখিটি দেখতে সরল হলে ও অনেক ভয়াবহ হয়।
উনিশ শতকে পর্যন্ত প্রাচীণ মিশর ও আরব দেশে এই পাখিটি দেখতে পাওয়া যাচ্ছিল। এইটি সব জায়গায় দেখা যায় না জন গোল্ড নামক একজন বিজ্ঞানী এই পাখিটি নিয়ে গবেষণা শুরু করেছিল ।
ব্যালেনিসেপস রেক্স নামে এই পাখিটির নামকরণ করা হয়। আফ্রিকান ইরেমোপেজাসের সমগোত্রীয় বলে অনেক বিজ্ঞানী রা মনে করেন। পূর্ব কঙ্গো , রুয়ান্ডা , উগান্ডা, পশ্চিম তানজানিয়া, কেনিয়া , মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের উত্তর ক্যামেরুন, দক্ষিণ-পশ্চিমে,থিওপিয়া , মালাউইয়ের গভীর জঙ্গল এবং জলাশয়ের কাছাকাছি দেখা পাওয়া যায় এদের। বিশ্বের সব জায়গায় এদের কে দেখতে পাওয়া যায় না।
প্রাচীণ মিসরের গবেষকরা এই পাখির জীবাশ্ম পেয়েছে ।
এই পাখী গুলো তেতাল্লিশ দিনে পূর্ণবয়স্ক হয়ে যেতে পারে। প্রাপ্ত বয়স্ক পাখী দেখতে নীল ধূসর আবার বাদামী ধূসর ও হয়। আর বাচ্চা গুলোর রং থাকে রূপালী ধূসর আর এরা ২৩দিনে বেশ বড় হয়ে যায়। এরা ১৫২সেন্টিমিটার বা ৬০ইঞ্চি পর্যন্ত হতে পারে।সাধারণত ৫০ইঞ্চি আর ১৪০সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে।তবে ১ টির উজন ৩থেকে ৭কেজ। পুরুষ পাখীর ওজন ৪কেজি পর্যন্ত হয়।
এরা জলজ্ পাখী বলে এরা বেশির ভাগ জলের ধারে থাকে জলে থাকা জলচর জীব এদের খাদ্য। এরা কাদা জলের মধ্যে ঘাপটি মেরে বসে মাছ ব্যাঙ এমন কি কুমির কেও গিলে ফেলে। হিংস্র প্রকৃতির পাখিগুলো বড় মাছ খেতে পছন্দ করে এরা পুকুরের পাড়ে ঝাপটি মেরে পাখির মত বসে থাকে র কুমির রা রোদ পোহাতে আসলে এদের ক কয়েক সময়ের মধ্যে খেয়ে ফেলে।এদের শারীরিক বিশিষ্ট হলো এদের পায়ের পাতা ও নখ অনেক ধারালো যেটা এদের শিকারে অনেক সহায় করে।