ফুলদানীতে বেশি দিন ফুল তাজা রাখার জন্য উষ্ণ গরম জলের মধ্যে ৩ চামচ চিনি এবং ২ চামচ সাদা ভিনিগার মেশান। চিনির অসাধারন কিছু কার্যকারিতা
নিউজ ডেস্কঃ চিনি নিয়ে একটি ধারনা সবার মনেই আসে সেটি হল যে এটি সুগার সমস্যা সৃষ্টি করে।কিন্তু এই চিনির ক্ষতিকারক গুন ছাড়াও কিছু উপকারি গুন আছে যা অনেক কিছুতে ব্যবহার করলে তার থেকে ভালো উপকার পাওয়া যায়। তাই জেনে নিন চিনির কিছু উপকারিতা সম্পর্কে।
১. বাচ্চাদের টিকা দেওয়ার আগে চিনির জল খাওয়ান৷ এতে ব্যথা কম হবে।কারন চিনি ব্যথা কমাতে বিশেষভাবে সাহায্য করে।
২. অনেক সময় কোন কিছু গরম খাবার খেতে গিয়ে জিভ পুড়ে যায় আবার জিভে কামড় পড়ে।তখন চিনি লাগিয়ে নিন৷ এতে উপকার পাবেন৷
৩. কোন জায়গায় কেটে গেলে সেখানে চিনি ছড়িয়ে দিন এতে রক্ত পরা বন্ধ হবে।এছাড়াও ক্ষত দ্রুত সারাতে সাহায্য করবে।
৪. স্ক্রাবার হিসাবে চিনির জুরি মেলা ভার৷তাই একটি অল্প অলিভ অয়েল অথবা পাকাকলা নিয়ে তাতে চিনি মিশিয়ে শরীরে স্ক্রাব করতে পারেন।এতে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করবে।
৫. ফাটা ঠোঁটের সমস্যা দূর করতেও চিনি খুবই কার্যকরী।তাই একটি পাত্রে অলিভ অয়েল নিয়ে তাতে চিনি মিশিয়ে ফাটা ঠোঁটে লাগান।এতে দ্রুত সেরে যেতে সাহায্য করবে।
৬. লিপস্টিক যদি দীর্ঘক্ষণ ঠোঁটে রাখতে চান তাহলে লিপস্টিক লাগানোর পরে কিছুক্ষণের জন্য কয়েক দানা চিনি লাগিয়ে রাখুন।তারপর ধুয়ে আবার লিপস্টিক লাগান৷
৭. ফুলদানীতে বেশি দিন ফুল তাজা রাখার জন্য উষ্ণ গরম জলের মধ্যে ৩ চামচ চিনি এবং ২ চামচ সাদা ভিনিগার মেশান।
৮. জামা কাপড়ের দাগ উঠতে একটি পাত্রে গরম জল নিয়ে তাতে চিনির ঘন পেস্ট তৈরি করে নিয়ে ১ ঘণ্টার জন্য ওই দাগের ওপর লাগিয়ে রেখে দিন।তারপর জামাকাপড় কেচে নিন। এতে দাগ চলে যাবে।