পৃথিবীর কোন দেশে চুইনগাম নিষিদ্ধ জানা আছে? ভারতবর্ষের কোন কোন রাজ্যে এটি নিষিদ্ধ?
নিউজ ডেস্কঃ 2018 সালে সিঙ্গাপুর দেশে নিষিদ্ধ করা হয় চুইংগাম। পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য এ কাজ করা হয়েছিল এবং তার জরিমানা ধরা হয়েছিল 1 ডলার। আমাদের জুতো কাপড় বা চুলের লাগলে সেটা কে সবচেয়ে বেশি ক্ষতি করে তবে অনেকেই জেনে শুনে অন্যের ক্ষতি করার জন্য সে কাজ করে যেটা নাকি অত্যন্ত গুরুতর অপরাধ।
চীনের প্রশাসনিক বিভাগে অপরাধের দিকে লক্ষ্য রেখে চুইংগামের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন।নিষেধ কার্যকরী ছিল 2020 এর 30 জুন পর্যন্ত। সাধারণত দীর্ঘদিন রাতের বেলায় চুইংগাম চিবানোর একরকম পরোক্ষ নিষেধাজ্ঞা আছে।
তুরস্কে লোকেরা মনে করেন যে চুরি ডাকাতির মতো গুরুত্বপূর্ণ অপরাধ তবে একটি সম্পন্ন কুসংস্কার ।1992সাল থেকেই সিঙ্গাপুরে চিংগাম কেনাবেচার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল ।এছাড়া হিমাচল প্রদেশ এবং হরিয়ানাতেও করোনা সংক্রমণ কমানোর জন্য চুইংগাম নিষিদ্ধ করা হয় ।সেসময় চুইংগাম চিবানোর অত্যন্ত গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছিল ।যার জন্য জেলে যাওয়াটাও কিন্তু কার্যক্রম ছিল।